সেই ওড়িশাতেই পুনরাবৃত্তি একই ঘটনার ৷ তবে এবার ঘটনার শিকার দানামাঝি নন ৷ এক মহিলার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মত কাউকে পাওয়া যয়নি ৷ প্রতিবেশীরা সামাজিক বয়কট করেছেন তাঁকে ৷ ভদ্রলোকের দোষ এই মাত্র তিনি ভালবাসাকে প্রাধান্য দিয়ে অসবর্ণে বিয়ে করেছিলেন তাই সমাজ তাঁদের বয়কট করেছে ৷
advertisement
আরও পড়ুন : অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ
ওড়িশার কৃষ্ণাপল্লী গ্রামের বাসিন্দা চতুর্ভুজ বাঁক সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিলেন ৷ তাঁর দ্বিতীয় বিয়ে অসবর্ণে হয়েছিল অসবর্ণে বিয়ে সমাজ মেনে নেয়নি ৷ চতুর্ভুজ বাঁকের স্ত্রী দু'দিন ধরে ডাইরিয়ায় আক্রান্ত ছিলেন ৷ বুধবার হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর ৷
হাসপাতাল থেকে বাড়িতে মৃতদেহ পাঠিয়ে ছিল কিন্তু প্রতিবেশী কেউ সেই মৃতদেহ সৎকারে এগিয়ে আসেননি ৷ প্রতিবেশীরা কেউ রাজি না হলেই সাইকেলে করেই মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়েছেন চতুর্ভুজ ৷ এমন ঘটনা বারবার কলঙ্কিত করেছে মানবতাকে ৷ মানুষের চৈতন্য ফেরার অপেক্ষায় কী বারবার ধূসর হবে মানবতাবোধ, মানবতাবাদ ? লাখ টাকার প্রশ্ন এখন এটাই ৷