TRENDING:

সামাজিক বয়কট ! মৃত স্ত্রীর শ্মশানযাত্রা একা সাইকেলেই সারলেন অসহায় চতুর্ভুজ, ফের লজ্জায় মুখ ঢাকল মানবিকতাবোধ

Last Updated:

মানুষের চৈতন্য ফেরার অপেক্ষায় কি বারবার ধূসর হবে মানবতাবোধ, মানবতাবাদ ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: দানামাঝির কাহিনি এখনও আমাদের মন ভুলতে পারেনি ৷ অর্থের অভাবে স্ত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যেতে পারেননি, কারণ অ্যাম্বুলেন্সের খরচ বহন করার মত সামর্থ ছিলনা দানামাঝির ৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ শববাহী গাড়ি দেয়নি অসহায় দানামাঝিকে ৷ মৃতদেহ সৎকারের জন্য বেশ কয়েক কিলোমিটার নিজের ঘাড়ে করে স্ত্রীর মৃতদেহ বহন করে নিয়ে গিয়েছিলেন ৷ সারা সেই ঘটনা আজও আমাদের মনে গভীর ক্ষত হয়ে আছে ৷ মানবতাহীন সেই ঘটনায় লজ্জায় মুখ ঢেকেছিল সারা পৃথিবী ৷
advertisement

সেই ওড়িশাতেই পুনরাবৃত্তি একই ঘটনার ৷ তবে এবার ঘটনার শিকার দানামাঝি নন ৷ এক মহিলার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মত কাউকে পাওয়া যয়নি ৷ প্রতিবেশীরা সামাজিক বয়কট করেছেন তাঁকে ৷ ভদ্রলোকের দোষ এই মাত্র তিনি ভালবাসাকে প্রাধান্য দিয়ে অসবর্ণে বিয়ে করেছিলেন তাই সমাজ তাঁদের বয়কট করেছে ৷

advertisement

আরও পড়ুন : অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ

ওড়িশার কৃষ্ণাপল্লী গ্রামের বাসিন্দা চতুর্ভুজ বাঁক সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিলেন ৷ তাঁর দ্বিতীয় বিয়ে অসবর্ণে হয়েছিল অসবর্ণে বিয়ে সমাজ মেনে নেয়নি ৷ চতুর্ভুজ বাঁকের স্ত্রী দু'দিন ধরে ডাইরিয়ায় আক্রান্ত ছিলেন ৷ বুধবার হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাসপাতাল থেকে বাড়িতে মৃতদেহ পাঠিয়ে ছিল কিন্তু প্রতিবেশী কেউ সেই মৃতদেহ সৎকারে এগিয়ে আসেননি ৷ প্রতিবেশীরা কেউ রাজি না হলেই সাইকেলে করেই মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়েছেন চতুর্ভুজ ৷ এমন ঘটনা বারবার কলঙ্কিত করেছে মানবতাকে ৷ মানুষের চৈতন্য ফেরার অপেক্ষায় কী বারবার ধূসর হবে মানবতাবোধ, মানবতাবাদ ? লাখ টাকার প্রশ্ন এখন এটাই ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সামাজিক বয়কট ! মৃত স্ত্রীর শ্মশানযাত্রা একা সাইকেলেই সারলেন অসহায় চতুর্ভুজ, ফের লজ্জায় মুখ ঢাকল মানবিকতাবোধ