খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে, ৫১.৮৬ লক্ষকে স্থানান্তরিত বা অনুপস্থিত, ১৮.০৭ লক্ষ ভোটারকে মৃত এবং ৩.৮১ লক্ষ ভোটারকে একাধিক স্থানে নিবন্ধিত (ডুপ্লিকেট) হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ৪.৩৪ কোটি ভোটারের কাছ থেকে এন্যুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা রাজ্যের মোট ৫.০৮ কোটি ভোটারের প্রায় ৮৫ শতাংশের বেশি।
advertisement
এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে গুজরাতে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলেছে নভেম্বর ৪ তারিখ থেকে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত৷ আগামী নির্বাচনকে সামনে রেখেই দেশের একাধিক রাজ্যে চলেছে এসআইআর প্রক্রিয়া৷
আরও পড়ুন: উত্তাল বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর বাড়ি! আবেদনেই আটকে ব্যর্থ ইউনূস
খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তামিলনাড়ুতেও৷ সেরাজ্যেও নাম বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ৯৭ লক্ষ৷ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় চেন্নাই, কোয়েম্বাটোর, ডিন্ডিগুল, কারুর ও কাঞ্চিপুরম-সহ বহু জেলা থেকে খসড়া তালিকাতে বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া SIR তালিকা অনুসারে, চেন্নাইতে ১৪.২৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যার ফলে ভোটার সংখ্যা আগের ৪০.০৪ লক্ষ থেকে কমে ২৫.৭৯লাখে এসে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন একাধিক কারণ দর্শিয়ে নাম বাদের তালিকা প্রকাশ করেছে।
