TRENDING:

করমণ্ডল দুর্ঘটনার খবর প্রথম দিয়েছিলেন এক জওয়ান, যাত্রী হয়েও নেমে পড়েন উদ্ধারে

Last Updated:

Coromandel train accident: এই জওয়ানের জন্যই প্রথম সবাই খবর পায়, করমণ্ডল এক্সপ্রেস ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভেঙ্কটেশ এন কে। তিনি পেশায় এনডিআরএফ জওয়ান। তাঁর পোস্টিং কলকাতায়। আদতে তিনি তামিলনাড়ুর বাসিন্দা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ান হলেও শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেসে তিনি ছিলেন যাত্রী। সেই সময় তিনি কর্মরত ছিলেন না।
ট্রেনে টিকিট কাটলেই ৩৫ পয়সার বিমা। সেই বিমা কি বিপদের সময় আদৌ কোনও কাজে লাগে! ভারতীয় রেলে সফর এখন প্রাণ হাতে নিয়ে। অনেকেই একথা বলছেন।  একের পর এক রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।
ট্রেনে টিকিট কাটলেই ৩৫ পয়সার বিমা। সেই বিমা কি বিপদের সময় আদৌ কোনও কাজে লাগে! ভারতীয় রেলে সফর এখন প্রাণ হাতে নিয়ে। অনেকেই একথা বলছেন। একের পর এক রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।
advertisement

কর্মরত না থাকলেও তিনি তো জওয়ান। মানুষের বিপদে তিনি কী করে হাত-পা গুটিয়ে বসে থাকতেন! তাই যাত্রী হওয়া সত্ত্বেও তিনি নেমে পড়েন উদ্ধারকাজে। সেই জওয়ান ছিলেন থার্ড এসি কোচে। হঠাৎ প্রবল ঝাঁকুনি, তার পর তিনি দেখেন কামরার সব আলো নিভে গিয়েছে। তাঁর সহযাত্রীরাও এদিক ওদিক ছিটকে পড়েছেন।

সেই সময় ভেঙ্কটেশ বুঝে যান, ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। তিনি হালকা চোট পেয়েছিলেন বটে। তবে তিনি কিছুটা সম্বিত ফিরে পেতেই মোবাইলের আলো জ্বেলে নেমে পড়েন উদ্ধারকাজে।

advertisement

আরও পড়ুন- ওড়িশার ভয়ঙ্কর দুর্ঘটনায় রেলের ক্ষতির পরিমাণ কত জানেন? রিপোর্ট শুনলে মাথা ঘুরবে!

বাহানগা স্টেশনের কাছে দুর্ঘটনার পর ভেঙ্কটেশ প্রথমে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করেন তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তার পর সেই খবর ছড়িয়ে পড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভেঙ্কটেশ জানিয়েছেন, প্রথমে ২-৩ জনকে উদ্ধার করে তিনি সামনের দোকানে নিয়ে যান। তার পর সেখান থেকে স্থানীয় মানুষরা চলে আসেন। তাঁরা উদ্ধারে সাহায্য করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
করমণ্ডল দুর্ঘটনার খবর প্রথম দিয়েছিলেন এক জওয়ান, যাত্রী হয়েও নেমে পড়েন উদ্ধারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল