আরও পড়ুনঃসোমবারের পর ফের মঙ্গলে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! কম্পনের মাত্রা ৫.২
স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিহারের মহিলাদের জন্য সাশ্রয়ী মূল্যে অর্থের সহজলভ্যতা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী ডিজিটালি এই সমবায়ের উদ্বোধন করেন। তাঁর ভাষণে তিনি তাঁর মায়ের প্রতি হওয়া অশ্রাব্য কথার নির্যাতনের কথা উল্লেখ করেন। অপমানের বদলা এবার মঞ্চ থেকেই নিলেন মোদি৷ প্রধানমন্ত্রী মোদি আবেগপ্রবণ হয়ে বলেন যে কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে তাঁর মাকে গালি দেওয়া হয়েছে। তিনি বলেন যে এটি তাঁর মায়ের অপমান নয়, বরং দেশের প্রতিটি মা, বোন এবং কন্যার অপমান।
advertisement
মায়ের কথা বলতে বলতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ভোজপুরি ভাষায় তিনি বলেন, বিহারে দেবতা ও পূর্বপুরুষদের চেয়ে মায়ের স্থান বেশি হওয়া উচিত। তিনি বলেন, আমার মা দারিদ্র্য দেখেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘মা আমাদের পৃথিবী… মা আমাদের আত্মসম্মান। কয়েকদিন আগে সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারের মানুষও এটা কল্পনা করেনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে গালি দেওয়া হয়েছিল… এই গালিগুলি কেবল আমার মায়ের অপমান নয়… এগুলি দেশের মা, বোন এবং কন্যাদের অপমান।’’