TRENDING:

Abuse Word For Narendra Modi Mother: কংগ্রেস ও আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা'কে কটুক্তি! বৃহস্পতিবার বিহার বনধের ডাক দিল এনডিএ

Last Updated:

Abuse Word For Narendra Modi Mother: সম্প্রতি, বিহারের দারভাঙ্গায় কংগ্রেসের ভোটার অধিকার যাত্রার সময়, প্রধানমন্ত্রী মোদির মাকে গালিগালাজ করা হয়েছিল। রাহুল গান্ধি এবং তেজস্বী যাদবের জন্য নির্ধারিত মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য কথা বলে অপমান করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

আরও পড়ুনঃসোমবারের পর ফের মঙ্গলে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প ! কম্পনের মাত্রা ৫.২

স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিহারের মহিলাদের জন্য সাশ্রয়ী মূল্যে অর্থের সহজলভ্যতা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী ডিজিটালি এই সমবায়ের উদ্বোধন করেন। তাঁর ভাষণে তিনি তাঁর মায়ের প্রতি হওয়া অশ্রাব্য কথার নির্যাতনের কথা উল্লেখ করেন। অপমানের বদলা এবার মঞ্চ থেকেই নিলেন মোদি৷  প্রধানমন্ত্রী মোদি আবেগপ্রবণ হয়ে বলেন যে কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে তাঁর মাকে গালি দেওয়া হয়েছে। তিনি বলেন যে এটি তাঁর মায়ের অপমান নয়, বরং দেশের প্রতিটি মা, বোন এবং কন্যার অপমান।

advertisement

মায়ের কথা বলতে বলতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ভোজপুরি ভাষায় তিনি বলেন, বিহারে দেবতা ও পূর্বপুরুষদের চেয়ে মায়ের স্থান বেশি হওয়া উচিত। তিনি বলেন, আমার মা দারিদ্র্য দেখেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘মা আমাদের পৃথিবী… মা আমাদের আত্মসম্মান। কয়েকদিন আগে সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারের মানুষও এটা কল্পনা করেনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে গালি দেওয়া হয়েছিল… এই গালিগুলি কেবল আমার মায়ের অপমান নয়… এগুলি দেশের মা, বোন এবং কন্যাদের অপমান।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Abuse Word For Narendra Modi Mother: কংগ্রেস ও আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা'কে কটুক্তি! বৃহস্পতিবার বিহার বনধের ডাক দিল এনডিএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল