এবিষয়ে শরদ পওয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা ওঁদের (অজিত পওয়ার গোষ্ঠী) সিদ্ধান্ত৷ এ নিয়ে কোনও কথা হয়নি৷’’ বর্তমানে বারামতীতেই রয়েছেন শরদ পওয়ার৷ ক’দিন পরেই সেখানে জেলা পরিষদ নির্বাচন৷ গত বুধবার এই বারামতীতেই নির্বাচনী কর্মসূচিতে আসার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পওয়ারের৷ বৃহস্পতিবার এই বারামতীতেই হয় তাঁর সৎকার৷
advertisement
শরদ পওয়ার জানান, শপথগ্রহণের অনুষ্ঠান যে স্থির হয়েছে, তা তাঁদের জানা ছিল না৷ তবে তিনি বলেন, এনসিপির দুই গোষ্ঠীর ফের এক হয়ে যাওয়া সদ্য প্রয়াত অজিত পওয়ারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল৷ গত কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে এবিষয়ে আলোচনা, বৈঠক হচ্ছিল৷
শরদ বলেন, ‘‘এটা অজিত দাদার ইচ্ছে ছিল যে, এনসিপি-র দুই গোষ্ঠী ফের একসাথে হযে যাক৷ আমাদেরও ইচ্ছে ওঁর ইচ্ছে পূরণ হোক৷’’ শরদ জানিয়েছেন, অজিত পওয়ার ও তাঁর গোষ্ঠীর প্রবীণ নেতা জয়ন্ত পাটিলের মধ্যে গত কয়েকমাস ধরে এই একত্রীকরণ নিয়ে আলোচনা হচ্ছিল এবং বেশ ইতিবাচক দিকে এগোচ্ছিল সেই কথাবার্তা৷
শরদ পওয়ার জানান, অজিত চেয়েছিল আগামী ১২ ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর একত্রীকরণের আনুষ্ঠানিক ঘোষণা করতে৷ এটাই ওঁর ইচ্ছে ছিল৷ অজিত পওয়ারের মৃত্যুর পরে শরদ পওয়ারের এ হেন মন্তব্যে ফের এনসিপি-র একত্রিত হওয়ার জল্পনা উস্কে দিয়েছে৷ তবে, অনিশ্চয়তাও রয়েছে পাশাপাশি৷
সূত্রের খবর, জোটের ভাঙন রুখতেই অজিত পত্নী সুনেত্রা পওয়ারকে উপ মুখ্যমন্ত্রিত্ব ‘অফার’ করেছে মহায়ূতি জোট৷ তাছাড়া, অজিত পওয়ার গোষ্ঠীর বহু প্রবীণ নেতাই এই একত্রীকরণের বিপক্ষে৷ তাঁরা চাইছেন না যে ফের দলের কর্তৃত্ব শরদ পওয়ারের হাতে চলে যাক৷
সুনেত্রা পওয়ারের শপথ গ্রহণের অনুষ্ঠানে শরদ পওয়ার কিংবা সুপ্রিয়া সুলে যোগ দেবেন কি না৷
