TRENDING:

NCP Merger Update: উপ মুখ্যমন্ত্রী পদে অজিত পওয়ার পত্নী! ‘সুনেত্রার সঙ্গে কথা হয়নি,’ তবে আর একত্রীকরণ হচ্ছে না NCP-র? শরদের কথায় জল্পনা

Last Updated:

শরদ পওয়ার জানান, শপথগ্রহণের অনুষ্ঠান যে স্থির হয়েছে, তা তাঁদের জানা ছিল না৷ তবে তিনি বলেন, এনসিপির দুই গোষ্ঠীর ফের এক হয়ে যাওয়া সদ্য প্রয়াত অজিত পওয়ারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল৷ গত কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে এবিষয়ে আলোচনা, বৈঠক হচ্ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সুনেত্রা পওয়ারের মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি বলে জানালেন প্রবীণ এনসিপি নেতা শরদ পওয়ার৷ অজিত পওয়ার পন্থী এনসিপি-র নেতাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলেই মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অজিত পওয়ার পত্নী সুনেত্রা পওয়ার৷
News18
News18
advertisement

এবিষয়ে শরদ পওয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা ওঁদের (অজিত পওয়ার গোষ্ঠী) সিদ্ধান্ত৷ এ নিয়ে কোনও কথা হয়নি৷’’ বর্তমানে বারামতীতেই রয়েছেন শরদ পওয়ার৷ ক’দিন পরেই সেখানে জেলা পরিষদ নির্বাচন৷ গত বুধবার এই বারামতীতেই নির্বাচনী কর্মসূচিতে আসার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পওয়ারের৷ বৃহস্পতিবার এই বারামতীতেই হয় তাঁর সৎকার৷

advertisement

আরও পড়ুন: একদিকে মতুয়া, অন্যদিকে উত্তরবঙ্গ! এক দিনে দুই ‘ঘাঁটি’ ছুঁয়ে যাচ্ছেন অমিত শাহ, ভোটের আগে অমিত-বার্তায় নজর

শরদ পওয়ার জানান, শপথগ্রহণের অনুষ্ঠান যে স্থির হয়েছে, তা তাঁদের জানা ছিল না৷ তবে তিনি বলেন, এনসিপির দুই গোষ্ঠীর ফের এক হয়ে যাওয়া সদ্য প্রয়াত অজিত পওয়ারের দীর্ঘদিনের ইচ্ছে ছিল৷ গত কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে এবিষয়ে আলোচনা, বৈঠক হচ্ছিল৷

advertisement

শরদ বলেন, ‘‘এটা অজিত দাদার ইচ্ছে ছিল যে, এনসিপি-র দুই গোষ্ঠী ফের একসাথে হযে যাক৷ আমাদেরও ইচ্ছে ওঁর ইচ্ছে পূরণ হোক৷’’ শরদ জানিয়েছেন, অজিত পওয়ার ও তাঁর গোষ্ঠীর প্রবীণ নেতা জয়ন্ত পাটিলের মধ্যে গত কয়েকমাস ধরে এই একত্রীকরণ নিয়ে আলোচনা হচ্ছিল এবং বেশ ইতিবাচক দিকে এগোচ্ছিল সেই কথাবার্তা৷

আরও পড়ুন: মাঝ রাতে কেঁপে উঠল সব! গ্যারেজে রাখা গাড়িতে ‘টাইম বম্ব’? কুলপির গাড়ি বিস্ফোরণে ভয়াবহ অভিযোগ তৃণমূল নেতার

advertisement

শরদ পওয়ার জানান, অজিত চেয়েছিল আগামী ১২ ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর একত্রীকরণের আনুষ্ঠানিক ঘোষণা করতে৷ এটাই ওঁর ইচ্ছে ছিল৷ অজিত পওয়ারের মৃত্যুর পরে শরদ পওয়ারের এ হেন মন্তব্যে ফের এনসিপি-র একত্রিত হওয়ার জল্পনা উস্কে দিয়েছে৷ তবে, অনিশ্চয়তাও রয়েছে পাশাপাশি৷

সূত্রের খবর, জোটের ভাঙন রুখতেই অজিত পত্নী সুনেত্রা পওয়ারকে উপ মুখ্যমন্ত্রিত্ব ‘অফার’ করেছে মহায়ূতি জোট৷ তাছাড়া, অজিত পওয়ার গোষ্ঠীর বহু প্রবীণ নেতাই এই একত্রীকরণের বিপক্ষে৷ তাঁরা চাইছেন না যে ফের দলের কর্তৃত্ব শরদ পওয়ারের হাতে চলে যাক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

সুনেত্রা পওয়ারের শপথ গ্রহণের অনুষ্ঠানে শরদ পওয়ার কিংবা সুপ্রিয়া সুলে যোগ দেবেন কি না৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
NCP Merger Update: উপ মুখ্যমন্ত্রী পদে অজিত পওয়ার পত্নী! ‘সুনেত্রার সঙ্গে কথা হয়নি,’ তবে আর একত্রীকরণ হচ্ছে না NCP-র? শরদের কথায় জল্পনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল