Kulpi Car Incident: মাঝ রাতে কেঁপে উঠল সব! গ্যারেজে রাখা গাড়িতে ‘টাইম বম্ব’? কুলপির গাড়ি বিস্ফোরণে ভয়াবহ অভিযোগ তৃণমূল নেতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানা যায়, ছামনাবনি গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইক। গতকাল, শুক্রবার গভীর রাতে গ্যারেজে রাখা বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ ঘটে।
আনিশ উদ্দিন মোল্লা, কুলপি: কুলপিতে গভীর রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য৷ গভীর রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির গাড়িতে বোমা বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার ছামনাবনি গ্রামে।
জানা যায়, ছামনাবনি গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইক। গতকাল, শুক্রবার গভীর রাতে গ্যারেজে রাখা বুথ সভাপতির গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের লোকজন। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি ও আশেপাশের কয়েকটি ঘরবাড়ি।
advertisement
advertisement
কুতুবুদ্দিন পাইকের অভিযোগ, এর আগেও তার বাড়িতে গভীর রাতে বোমাবাজি করেছিল বিরোধীদলের দুষ্কৃতীরা। এবারে তাঁর গাড়িতে ‘টাইম বম্ব’ লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পরে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। অন্যদিকে, ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
Location :
West Bengal
First Published :
Jan 31, 2026 11:10 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kulpi Car Incident: মাঝ রাতে কেঁপে উঠল সব! গ্যারেজে রাখা গাড়িতে ‘টাইম বম্ব’? কুলপির গাড়ি বিস্ফোরণে ভয়াবহ অভিযোগ তৃণমূল নেতার








