প্রসঙ্গত কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু (Navjot Singh Sidhu) শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন৷ এর পর সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয় কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব এবং নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেও মতবিরোধ তৈরি হয় সিধুর৷ তার জেরেই এই পদত্যাগ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সবমিলিয়ে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের চার মাস আগে দলের ভিতরের কোন্দল নিয়ে বিপর্যস্ত কংগ্রেস৷
advertisement
আরও পড়ুন: 'রাহুল- প্রিয়াঙ্কা অপরিণত', সিধুকে রুখতে কংগ্রেসের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন অমরিন্দর
সিধুর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের মতবিরোধের সূত্রপাত রবিবার পঞ্জাবের নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের আগে৷ সূত্রের খবর, দুর্নীতির অভিযোগ থাকায় গুরজিৎ সিংকে মন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি আছে বলে সিধুকে চিঠি দিয়ে জানান কয়েকজন কংগ্রেস বিধায়ক৷ যদিও গুরজিৎ সিং-কে নিয়ে সিধুর আপত্তি ধোপে টেকেনি৷ এ ছাড়াও নিজের পছন্দের বিধায়ক রাজ কুনার ছাবেওয়ালকে মন্ত্রী না করাতেও ক্ষুব্ধ হন সিধু৷ মুখ্যমন্ত্রী চান্নির আত্মীয় অরুনা চৌধুরীকে মন্ত্রী করা নিয়েও আপত্তি ছিল তাঁর৷