TRENDING:

Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief: পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা সিধুর, চিঠি দিলেন সনিয়াকে

Last Updated:

য়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন (Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়়: এবার পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief)৷ এ দিনই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি লিখে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিধু৷ চিঠিতে তিনি দাবি করেছেন, পঞ্জাবের (Punjab) ভবিষ্যৎ এবং উন্নয়নের সঙ্গে তিনি কোনও আপোস করতে রাজি নন৷ সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷ সিধুর পদত্যাগে পঞ্জাবে কংগ্রেসের সমস্যা আরও জটিল হল৷ তবে সনিয়া গান্ধিকে লেখা চিঠিতে সিধু জানিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসেই থাকবেন৷
advertisement

প্রসঙ্গত কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ সিধু (Navjot Singh Sidhu) শিবিরের সঙ্গে সংঘাতের জেরেই তিনি ইস্তফা দেন৷ এর পর সিধু ঘনিষ্ঠ চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেয় কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্ব এবং নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গেও মতবিরোধ তৈরি হয় সিধুর৷ তার জেরেই এই পদত্যাগ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সবমিলিয়ে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের চার মাস আগে দলের ভিতরের কোন্দল নিয়ে বিপর্যস্ত কংগ্রেস৷

advertisement

আরও পড়ুন:  'রাহুল- প্রিয়াঙ্কা অপরিণত', সিধুকে রুখতে কংগ্রেসের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলেন অমরিন্দর

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সিধুর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের মতবিরোধের সূত্রপাত রবিবার পঞ্জাবের নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের আগে৷ সূত্রের খবর, দুর্নীতির অভিযোগ থাকায় গুরজিৎ সিংকে মন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি আছে বলে সিধুকে চিঠি দিয়ে জানান কয়েকজন কংগ্রেস বিধায়ক৷ যদিও গুরজিৎ সিং-কে নিয়ে সিধুর আপত্তি ধোপে টেকেনি৷ এ ছাড়াও নিজের পছন্দের বিধায়ক রাজ কুনার ছাবেওয়ালকে মন্ত্রী না করাতেও ক্ষুব্ধ হন সিধু৷ মুখ্যমন্ত্রী চান্নির আত্মীয় অরুনা চৌধুরীকে মন্ত্রী করা নিয়েও আপত্তি ছিল তাঁর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Singh Sidhu Resigns as Punjab Congress Chief: পঞ্জাবের কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা সিধুর, চিঠি দিলেন সনিয়াকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল