TRENDING:

Navjot Sidhu on Prashant Kishor: ৬০ বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর, পঞ্জাবে নির্বাচনের আগে ফাঁস করলেন সিধু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: কংগ্রেসে যোগ দেওয়ার আগে তাঁর সঙ্গে ষাট বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)৷ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Sidhu)৷ প্রসঙ্গত ২০১৭ সালে পঞ্জাবে কংগ্রেসের নির্বাচনী রণকৌশল নির্ধারণের দায়িত্ব ছিল পিকে-র উপরেই৷
প্রশান্ত কিশোর ও নভজ্যোৎ সিধু৷
প্রশান্ত কিশোর ও নভজ্যোৎ সিধু৷
advertisement

আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে নির্বাচন (Punjab Elections 2022)৷ তার আগে নভজ্যোৎ সিং সিধু জানিয়েছেন, 'কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রশান্ত কিশোর অন্তত ষাট বার আমার সঙ্গে দেখা করেন৷' সিধুর দাবি, সেই সময় প্রশান্ত কিশোরের ধারণা ছিল পঞ্জাবে খুব বেশি হলে ৩০ থেকে ৩৫টি আসনে জয়ী হবে কংগ্রেস৷ প্রশান্ত কিশোরই নাকি সিধুকে বলেছিলেন, তিনি শিবির বদল করলে পঞ্জাবে সাত থেকে আট শতাংশ ভোট কংগ্রেসের দিকে ঘুরে যাবে৷ সিধুর কথায়, 'এর পরেই ভাই আমাকে ফোন করেন৷' ভাই বলে সম্ভবত রাহুল গান্ধিকে বুঝিয়েছেন সিধু৷

advertisement

আরও পড়ুন:  একই জোটে শরিক হল বিজেপি- কংগ্রেস! বিরোধ ভুলে মিলল হাত-পদ্ম, কটাক্ষ তৃণমূলের

২০১৭ সালে পঞ্জাবের িবধানসভা নির্বাচনে ১১৭টির মধ্যে ৭৭টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস৷ ভোটের আগে আম আদমি পার্টির সঙ্গে আলোচনা চালালেও শেষ পর্যন্ত কংগ্রেসকেই বেছে নেন সিধু৷ তাঁর অবশ্য দাবি, দলে যোগদানের প্রস্তাব দিলেও সংসদের কোনও কক্ষেই তাঁকে টিকিট দেওয়ার নিশ্চয়তা দেয়নি আপ৷

advertisement

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের ভাইকে চাকরি থেকে সরিয়েছিল কংগ্রেস সরকার! কী অভিযোগ করলেন মোদি?

শেষ পর্যন্ত রাহুল গান্ধির সঙ্গে কথা বলার পরই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ সিধু জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন, গান্ধিদের প্রতি নিজের আনুগত্য বজায় রাখবেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এরও পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর৷ গতবছর সেপ্টেম্বর মাসে অমরিন্দর সিং পদত্যাগ করার এক মাস আগে তাঁর পরামর্শদাতার পদ থেকে ইস্তফা দেন পিকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Navjot Sidhu on Prashant Kishor: ৬০ বার দেখা করেছিলেন প্রশান্ত কিশোর, পঞ্জাবে নির্বাচনের আগে ফাঁস করলেন সিধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল