TRENDING:

National Education Policy 2020: ৩ নয় স্নাতক এবার ৪ বছরের কোর্স, মাঝপথে পড়া ছাড়লেও নষ্ট হবে না বছর, মিলবে সার্টিফিকেট

Last Updated:

এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর একসঙ্গে পড়ার জন্য ৫ বছরের একটি ইন্টিগ্রেটেড কোর্সেরও ব্যবস্থা রয়েছে নয়া জাতীয় শিক্ষানীতিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৩৪ বছরের শিক্ষানীতির খোলনলচে বদলে ফেলে শিক্ষাক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পদক্ষেপ নিল মোদি সরকার ৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেল নয়া জাতীয় শিক্ষানীতি ৷ এর ফলে দেশে পড়াশুনার ধরনে বড়সড় বদল আসতে চলেছে ৷ সেপ্টেম্বর-অক্টোবরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই নীতি প্রণয়ন করতে চায় কেন্দ্র ৷
advertisement

নয়া শিক্ষা নীতিতে স্কুল শিক্ষার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষাতেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে ৷ এবার থেকে স্নাতক অনার্স কোর্স তিন বছরের নয়, চার বছরের ৷ স্নাতকোত্তরে ১ বা দুবছরের কোর্স পড়ানো হবে ৷ এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর একসঙ্গে পড়ার জন্য ৫ বছরের একটি ইন্টিগ্রেটেড কোর্সেরও ব্যবস্থা রয়েছে নয়া জাতীয় শিক্ষানীতিতে ৷

advertisement

একইসঙ্গে আগে ইঞ্জিয়ারিংয়ের মতো কোর্সের ক্ষেত্রে কোনও পড়ুয়া চুড়ান্ত বর্ষের পরীক্ষা না দিলে পাশ করার কোনও সুযোগই ছিল না ৷ ইঞ্জিনিয়ারিংয়ের কিছু শিক্ষা থাকলেও কোনও ডিগ্রি না পেয়ে পড়ুয়াটি আউট অফ সিস্টেম হয়ে যেত ৷ কিন্তু নয়া শিক্ষা নীতিতে মাঝ পথে পড়া ছাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষার মানপত্র পাওয়ারও ব্যবস্থা থাকছে ৷ নতুন নীতিতে এক বছর বাদে সার্টিফিকেট, দুবছর পরে ডিপ্লোমা, তিন বছর কোর্সের পরে একরকম ডিগ্রি সার্টিফিকেট ও চার বছরে কোর্স সম্পূর্ণ করার পর পুরো ডিগ্রি পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে ৷

advertisement

অনেক পড়ুয়া অনেক অসুবিধার কারণে মাঝপথে পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য হয় ৷ কিন্তু পরে কোর্স কমপ্লিট করতে চাইলে তার সুযোগ থাকে না ৷ জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুসারে, স্নাতক না স্নাতকোত্তরে এক বা একাধিকবার বিশেষ শর্তে কোর্স ভেঙে পড়ার সুযোগ থাকছে ৷ কোনও পড়ুয়া মাঝপথে পড়া বন্ধ করার বা পরীক্ষা না দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসে চাইলে কোর্স কমপ্লিট করতে পারে ৷ সেক্ষেত্রে তাঁকে প্রথম থেকে পড়া শুরু করতে হবে না ৷ এর জন্য প্রত্যেক পড়ুয়ার ক্ষেত্রে বিশেষ অ্যাকাডেমিক ডিজিলকারের ব্যবস্থা করবে কেন্দ্র ৷

advertisement

নয়া শিক্ষানীতিতে বিষয় বাছার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি স্বাধীনতা রয়েছে ৷ পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়লেও, ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে প্রশিক্ষণধর্মী বা বৃত্তিমূলক শিক্ষায় জোর দিতে চাইছে সরকার ৷ অর্থাৎ ডিগ্রির পর পড়ুয়াদের শিক্ষা অনুযায়ী জীবিকা পেতে যাতে কোনও অসুবিধে না হয় ৷

এছাড়া কলেজগুলিকেও ফিনান্সিয়ালি আরও কিছু সুবিধা দেওয়া হবে ৷ গোটা দেশে যে ৪৫ হাজার কলেজ রয়েছে তাতে ২০৩৫ সালের মধ্যে ৫০ শতাংশ এনরোলমেন্টের লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র ৷ কলেজগুলিকে গ্রেডের উপর ভিত্তি করে স্বশাসন দেওয়া হবে ৷ল' এবং মেডিক্যাল ছাড়া বাকি সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান একটি নিয়ন্ত্রক সংস্থার ছাতার তলায় আসতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ক্যাবিনেট ব্রিফিংয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে জাতীয় শিক্ষানীতি ২০২০-কে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ৷ গত ৩৪ বছর ধরে দেশের এডুকেশন পলিসির কোনও সংস্করণ করা হয়নি ৷ একবিংশ শতকের পড়ুয়াদের জন্য একান্ত উপযোগী এই নয়া শিক্ষানীতি ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
National Education Policy 2020: ৩ নয় স্নাতক এবার ৪ বছরের কোর্স, মাঝপথে পড়া ছাড়লেও নষ্ট হবে না বছর, মিলবে সার্টিফিকেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল