TRENDING:

সোশ্যাল মিডিয়ায় মহিলারা কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ?

Last Updated:

কখনও ছবি বিকৃত কিংবা কখনও অশ্লীল পোস্ট ৷ দিনকে দিন বাড়ছে এমন অপরাধ ৷ রেহাই পান না অভিনেত্রীরাও ৷ অভিনেত্রীদের ছবির পোস্টের নিচেও থাকে অশ্লীল কমেন্ট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কখনও ছবি বিকৃত কিংবা কখনও অশ্লীল পোস্ট ৷ দিনকে দিন বাড়ছে এমন অপরাধ ৷ রেহাই পান না অভিনেত্রীরাও ৷ অভিনেত্রীদের ছবির পোস্টের নিচেও থাকে অশ্লীল কমেন্ট ৷ তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেই ট্রোলড হন তারা ৷ এই সমস্ত ঘটনার নেপথ্যে রয়েছে সেই সোশ্যাল মিডিয়াই ৷ এই সমস্ত ঘটনার জেরে একটা প্রশ্ন কিন্তু উঠছেই ৷ সোশ্যাল মিডিয়াতে আদৌ কি নিরাপদ মহিলারা ? সেই সমস্যার সমাধানেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মহিলা কমিশন ৷
advertisement

আরও পড়ুন: ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও জ্বলছে মালভিয়া নগর, আগুন নেভাতে ঘটনাস্থলে বায়ুসেনার চপার

ফেসবুক এবং সাইবার পীস ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া পদক্ষেপ নিয়েছে মহিলা কমিশন ৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেই ক্যাম্পেন চালাচ্ছে মহিলা কমিশন ৷ দেশের একাধিক শহর ক্যাম্পেন চালিয়ে ডিজিটাল সাক্ষর গ্রহণ করা হচ্ছে ৷ মহিলাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে এবং তাদের সুরক্ষার কথা ভেবেই ডিজিটালি সচেতনতা বাড়াতে এই নয়া পদক্ষেপ নিয়েছে মহিলা কমিশন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মহিলা কমিশনের এই নয়া পাইলট প্রজেক্ট মারফত বিভিন্ন শহরের মহিলাদের তাদের স্থানীয় ভাষাতেই প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই প্রশিক্ষণ কার্যক্রম চলাকালিন ৬০ হাজার মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ সোশ্যাল মিডিয়াতে নিজেদের সুরক্ষার জন্য এই বিশেষ প্রশিক্ষণ প্রাথমিকভাবে হরিয়ানা, দিল্লি, মণিপুর, সিকিম, মেঘালয়, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু শহরগুলিকে বাছাই করা হয়েছে ৷ সোশ্যাল মিডিয়াতে মহিলারা কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন, ইন্টারনেট এবং ইমেলের মাধ্যমে যদি কোন ব্যক্তি অসৎ কাজ করার চেষ্টা করেন ৷ সেক্ষেত্রেও মহিলারা নিজেদের কীভাবে রক্ষা করবেন ? সেই সংক্রান্ত বিস্তারিত প্রশিক্ষণ দেবে মহিলা কমিশন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সোশ্যাল মিডিয়ায় মহিলারা কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন ?