১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও জ্বলছে মালভিয়া নগর, আগুন নেভাতে ঘটনাস্থলে বায়ুসেনার চপার
Last Updated:
১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও দাউদাউ করে জ্বলছে মালভিয়া নগর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮০ টি ইঞ্জিন ৷
#নয়াদিল্লি: ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও দাউদাউ করে জ্বলছে মালভিয়া নগর ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮০ টি ইঞ্জিন ৷ কিন্তু সারারাত কেটে গেলেও আগুন নিয়ন্ত্রনে রীতিমত হিমশিম খেয়েছে দমকল বাহিনী ৷ আগুন নিয়ন্ত্রনে আনতে অবশেষে ঘটনাস্থলে নামান হয়েছে বায়ুসেনার চপার ৷ বুধবার সকালে পালাম বিমানবন্দর থেকে MI17 হেলিকপ্টারে করে জল নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ৷ রাজধানীর বুকে সাম্প্রতিক কালে এটাই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷
গতকাল সন্ধ্যেতে দিল্লির শপিং মলে কাছে ভয়াবহ আগুন লাগে ৷ মালভিয়া নগর এলাকায় প্রথমে একটি ট্রাকে আগুন লাগে ৷ এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি গোডাউনে ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে দক্ষিণ দিল্লির অনেকটা এলাকাজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০টি ইঞ্জিন ৷ কিন্তু রাত বাড়তেই হাওয়ার দাপটে আশেপাশের বিল্ডিং গুলোতেও ছড়িয়ে পড়ে আগুন ৷
advertisement
advertisement
পুলিশের অনুমান, ট্রাকটির মধ্যে রাবার এবং দাহ্য বস্তু থাকার জন্য দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন ৷ ভয়াবহ আগুনের জেরে আশেপাশের ১৩টি বিল্ডিংয়ে আগুন লেগে যায় ৷ এরমধ্যে রয়েছে একটি জিম এবং স্কুলও ৷ যদিও সবাইকে নিরাপদে বিল্ডিং থেকে বের করে আনা হয়েছে ৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ৷ তবে, এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
দমকল আধিকারিক সূত্রে খবর, আগুন নেভাতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা ৷ কারণ জায়গাটি এতটাই সংকীর্ণ যে দমকল বাহিনী এলাকায় ঢুকতে পারছেন না ৷ তার জেরেই এলাকাজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন ৷ আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷
Location :
First Published :
May 30, 2018 11:04 AM IST