সিবিআই সূত্রের খবর, এই মামলায় গত ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তেজস্বীকে। এবার দ্বিতীয়বারের জন্য তাঁকে তলব করা হল। আগের বারও সুকৌশলে সেই হাজিরা এড়ান লালু-পুত্র। যে কারণ শনিবার ফের তলব করা হয়েছে তাঁকে৷
আরও পড়ুনঃ রেল স্টেশনে এবার ট্রান্স টি-স্টল, রূপান্তরকামীদের জন্য রেলের অভিনব উদ্যোগ
advertisement
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছিল, কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সিবিআই সদর দফতরে পৌঁছননি। এই একই মামলায় সম্প্রতি ইডি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে যথাক্রমে দিল্লি ও পাটনায় জিজ্ঞাসাবাদ করে।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের থাকা-খাওয়ার জন্য এলাহী বন্দোবস্ত ED-র! AC রুমের সঙ্গে অ্যাটাচড বাথ, ভাবা যায়...
অভিযোগ, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন ইউপিএ-১ সরকারের সময় এই দুর্নীতি হয়েছিল। অভিযোগ রয়েছে যে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে যাদব পরিবার এবং এর সহযোগীদের সস্তায় জমি উপহার দেওয়া বা বিক্রি করার বিনিময়ে ভারতীয় রেলের বিভিন্ন জোনে গ্রুপ ডি-পদে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ করা হয়। এবার সেই অভিযোগেই সিবিআই তলব করল লালু পুত্র তেজস্বীকে।