TRENDING:

কাশ্মীরি পণ্ডিত ইস্যুতে নাসিরুদ্দিন অনুপমের বাগযুদ্ধ

Last Updated:

কাশ্মীরী পণ্ডিত ইস্যুতে বলিউডের দুই তারকার মধ্যে ট্যুইটারে শুরু হয়েছ বাগযুদ্ধ ৷ অনুপম খেরকে কটাক্ষ করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘অনুপম খের না তো কাশ্মীরে জন্মেছে না ওনি ওখানে থাকতেন ৷ তিনি নাকি কাশ্মীরী পণ্ডিতদের জন্য লড়ছেন ৷ হঠাৎ করে তিনি বাড়ি ছাড়া মানুষ হয়ে গেলেন ৷’ এমনই মন্তব্য করে ট্যুইট করেছেন নাসিরুদ্দিন শাহ ৷ আর তা থেকেই শুরু হয়েছে গিয়েছে বাগযুদ্ধ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কাশ্মীরি পণ্ডিত ইস্যুতে বলিউডের দুই তারকার মধ্যে ট্যুইটারে শুরু হয়েছ বাগযুদ্ধ ৷ অনুপম খেরকে কটাক্ষ করে নাসিরুদ্দিন শাহের করা ট্যুইটকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে ৷ ট্যুইটে নাম না করেই নাসিরুদ্দিন বলেন, ‘একজন ব্যক্তি যিনি  না তো কাশ্মীরে জন্মেছে না ওখানে থাকতেন  তিনি নাকি কাশ্মীরি পণ্ডিতদের জন্য লড়ছেন ৷ হঠাৎ করেই তিনি বাড়ি ছাড়া মানুষ হয়ে গেলেন ৷’ আর তা থেকেই শুরু হয়েছে গিয়েছে বাগযুদ্ধ ৷
advertisement

নাসিরুদ্দিন শাহের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অনুপম খের ৷ উত্তরে ট্যুইট করে তিনি জানান, এই মন্তব্যের মানে হয় যে যারা ভারতে থাকেন না তারা ভারতের জন্য কিছু ভাবতে পারবেন না ৷

তিনি আরও জানান যে তিনি যে কাশ্মীরি পণ্ডিত সেটা তাঁর কাউকে প্রমাণ করার দরকার নেই ৷

অনুপম খের জানান, ‘আমি নাসিরুদ্দিন শাহকে সম্মান করি ৷ তবে আমি কাশ্মীরি পণ্ডিত কি না এই বিষয়ে ওনার এই মন্তব্য আমি আশা করিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এই বাগযুদ্ধে অনুপম খেরের পাশে দাঁড়িয়েছেন পরিচালক অশোক পণ্ডিত ৷ নাসিরুদ্দিন শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘শাহও কখনও গুজরাতে থাকেননি কিন্তু তিনিও তো গুজরাত দাঙ্গার সময় প্রতিবাদ জানিয়েছিলেন ৷ ’

বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরি পণ্ডিত ইস্যুতে নাসিরুদ্দিন অনুপমের বাগযুদ্ধ