মোদি অবশ্য এ দিনও দাবি করেছেন, মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র বদ্ধপরিকর৷ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার৷ প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, মণিপুরে ধীরে ধীরে শান্তি ফিরছে এবং রাজ্যের অধিকাংশ জায়গাতেই স্কুল খুলতে শুরু করেছে৷
আরও পড়ুন: এক খবরেই থেমে গেল হই হট্টগোল, শান্ত হয়ে গেল লোকসভা! নিজেই দুঃসংবাদ দিলেন মোদি
advertisement
গতকাল প্রধানমন্ত্রী লোকসভায় বক্তব্য রাখার সময় বিরোধী শিবির থেকে একটানা মণিপুরের জন্য বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়৷ এ দিন পাল্টা কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, অতীতে মণিপুরে দশ বার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে৷ যারা আজকে এই বিষয়টি নিয়ে হট্টগোল করছেন, তাঁরা মণিপুরের দিকে ফিরেও তাকায়নি৷ মণিপুরও একদিন আপনাদের প্রত্যাখ্যান করবে৷
প্রধনামন্ত্রী বলেন, যাঁরা মণিপুরের ইতিহাস জানেন তাঁদের সবাই জানেন যে মণিপুরে সামাজিক সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে৷ এই সমস্যার শিকড় যে অনেক গভীরে তা কেউ অস্বীকার করতে পারবে না৷ কংগ্রেসের নেতারা যেন ভুলে না যান যে ওইটুকু রাজ্যে অতীতে দশবার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল৷ এর পিছনে নিশ্চয়ই কোনও কারণ ছিল৷ এসব তো আমাদের সরকারের আমলে হয়নি৷
এ দিনও প্রধাননমন্ত্রীর ভাষণের সময় বিরোধী বেঞ্চ থেকে মণিপুর, মণিপুর আওয়াজ তুলে চিৎকার করা হয়৷ রাষ্ট্রপতির ভাষণেও কেন হিংসায় কবলিত মণিপুর নিয়ে একটিও শব্দের উল্লেখ ছিল না, তা নিয়ে প্রশ্ন তোলেন ইনার মণিপুরের কংগ্রেস সাংসদ বিমল আকইজাম৷ যদিও তাঁর বক্তব্য শেষ করতে দেননি অধ্যক্ষ৷