Hathras tragedy: এক খবরেই থেমে গেল হই হট্টগোল, শান্ত হয়ে গেল লোকসভা! নিজেই দুঃসংবাদ দিলেন মোদি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মর্মান্তিক এই খবর পেয়ে অবশ্য চুপ করে যায় শাসক, বিরোধী দু পক্ষই৷
নয়াদিল্লি: লোকসভায় তখন বিরোধীদের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাহুল গান্ধির পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষে ভরিয়ে দিচ্ছেন তিনি৷ অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাষণের শুরু থেকেই তুমুল হইহট্টগোল শুরু করেন বিরোধীরা৷ স্লোগান দিতে থাকেন তাঁরা৷
এই পরিস্থিতির মধ্যেই লোকসভায় এসে পৌঁছয় হাথরসে ধর্মীয় সভায় বহু মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর৷ প্রধানমন্ত্রী নিজেই ভাষণ থামিয়ে এই দুঃসংবাদ জানান লোকসভায়৷ মর্মান্তিক এই খবর পেয়ে অবশ্য চুপ করে যায় শাসক, বিরোধী দু পক্ষই৷ লোকসভায় দাঁড়িয়েই হাথরসের ঘটনায় শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও উত্তর প্রদেশ সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷
advertisement
advertisement
প্রথম যখন এই খবর পাওয়া গিয়েছিল, তখন মৃতের সংখ্যা ছিল ২৭৷ কিন্তু প্রাণহানি বাড়তে পারে, সেই আশঙ্কা ছিলই৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, হাথরস বিপর্যয়ে ১১৬ জনের মৃত্যু হয়েছে৷
প্রধানমন্ত্রী সংসদের অধিবেশন শেষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতির খবর নেন৷ প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতদের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 11:03 PM IST