TRENDING:

Narendra Modi on GST 2.0: ‘জিএসটি সংস্কারে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের লাভ হয়েছে,’ জনসাধারণকে খোলা চিঠি মোদির

Last Updated:

ভারতের প্রধান কর সংস্কার, যাকে GST 2.0 বলা হচ্ছে, আজ, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় সরলীকৃত দ্বি-হার কাঠামো ব্যবস্থায় বহু পণ্যের উপর কর কমেছে ও তার জেরে তাদের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ, সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হল জিএসটি নতুন জেনারেশন ২.০৷ এই সংস্কারে জিএসটির আগের চারটি স্ল্যাবের বদলে বর্তমানে মাত্র দুটো স্ল্যাবেই জিএসটি কার্যকর হয়েছে৷ এর জেরে দাম কমেছে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের৷ দাম কমেছে বহু ওষুধেরও৷ এমন দিনে দেশের নাগরিকদের প্রতি জিএসটি নিয়ে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
News18
News18
advertisement

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জিএসটি হার কমানোর অর্থ প্রতিটি পরিবারের জন্য আরও বেশি সঞ্চয় এবং ব্যবসা করা আরও সহজ করে তোলা৷ তিনি বলেন যে, এই সংস্কারগুলি সমাজের প্রতিটি অংশকে উপকৃত করবে, সে কৃষক, মহিলা, যুবক, দরিদ্র, মধ্যবিত্ত, ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী, অর্থাৎ, এমএসএমই হোক না কেন।

আজ নাগরিকদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে মোদি লিখেছেন, ‘পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে, তাতে মূলত ৫% এবং ১৮% এই দুটি স্তর থাকবে। খাদ্য, ওষুধ, সাবান, টুথপেস্ট, বীমা এবং আরও অনেক পণ্যের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন হয় করমুক্ত থাকবে অথবা সর্বনিম্ন ৫% কর স্ল্যাবের মধ্যে পড়বে। যে পণ্যগুলিতে আগে ১২% কর ধার্য ছিল তা প্রায় সম্পূর্ণরূপে ৫%-এ স্থানান্তরিত হয়েছে’৷

advertisement

আরও পড়ুন: নতুন GST-তে দারুণ লাভ! দাম কমছে বহু ওষুধের, মধ্যবিত্তের দারুণ সাশ্রয়…কবে থেকে নতুন দাম?

ভারতের প্রধান কর সংস্কার, যাকে GST 2.0 বলা হচ্ছে, আজ, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় সরলীকৃত দ্বি-হার কাঠামো ব্যবস্থায় বহু পণ্যের উপর কর কমেছে ও তার জেরে তাদের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে৷

advertisement

প্রধানমন্ত্রী নিজের পোস্টে লেখেন, ‘তিনি আরও বলেন, বিভিন্ন দোকানদার এবং ব্যবসায়ীরা ‘তখন এবং এখন’ বোর্ড লাগিয়ে কর-পূর্ব সংস্কার এবং পরবর্তী সংস্কারের ইঙ্গিত দিচ্ছেন, যা অত্যন্ত আনন্দের।গত কয়েক বছরে, ২৫ কোটি মানুষ দারিদ্র্যের ঊর্ধ্বে উঠে একটি উচ্চাকাঙ্ক্ষী নব্য-মধ্যবিত্ত শ্রেণী গঠন করেছে। তাছাড়া, আমরা বিশাল আয়কর হ্রাসের মাধ্যমে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর হাত শক্তিশালী করেছি, যা ১২ লক্ষ টাকা বার্ষিক আয় পর্যন্ত শূন্য কর নিশ্চিত করে’৷

advertisement

আরও পড়ুন: দেয় তো ১০ টাকায় ৩টে না ৪টে, পুজোয় আরও দাম বাড়াবে! এক প্লেট ফুচকা তৈরিতে আসলে কত খরচ হয় জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে হুবহু...! মেদিনীপুরের নতুন আকর্ষণ 'এই' ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা
আরও দেখুন

স্বদেশি নীতির পুনরাবৃত্তি করে প্রধানমন্ত্রী দোকানদার এবং ব্যবসায়ীদের ভারতে তৈরি পণ্য বিক্রি করার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আমি আমাদের দোকানদার এবং ব্যবসায়ীদের কাছে আবেদন করছি যে তাঁরা ভারতে তৈরি পণ্য বিক্রি করুন। আসুন আমরা গর্বের সাথে বলি – আমরা যা কিনি তা স্বদেশি। আসুন আমরা গর্বের সাথে বলি – আমরা যা বিক্রি করি তা স্বদেশি’৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on GST 2.0: ‘জিএসটি সংস্কারে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের লাভ হয়েছে,’ জনসাধারণকে খোলা চিঠি মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল