অযোধ্যা: ২৪ নভেম্বর, মঙ্গলবার৷ আরেক ইতিহাস সৃষ্টি করতে চলেছে অযোধ্যা৷ মহা জাঁকজমক পূর্ণ পতাকা উত্তোলন উৎসবের আয়োজন করতে চলেছেন অযোধ্যার রামমন্দির কর্তৃপক্ষ৷ গত বছর এই দিনেই সম্পূর্ণ হয়েছিল রামমন্দিরের নির্মাণকাজ৷ সেই দিনটি উদযাপন করতেই এই আয়োজন৷
advertisement
জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের চূড়ায় থাকা গেরুয়া পতাকা উত্তোলন করবেন৷ তাঁর সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত৷
পতাকা উত্তোলন উৎসব উপলক্ষে ইতিমধ্যেই অযোধ্যা আসছেন বহু ভক্ত৷ সেজে উঠেছে মন্দির নগরী৷ ১০০ কিলোগ্রাম ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর৷
আরও পড়ুন: দূষণে দমবন্ধ দিল্লি! ৫০% কর্মচারী দিয়ে চালাতে হবে অফিস, বাকি WFH, জানাল প্রশাসন
পতাকা উত্তোলন কী?
মঙ্গলবার রাম মন্দিরের পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে হাজার হাজার ভক্তের জমায়েত হয়েছে অযোধ্যায়৷ এই পতাকার দৈর্ঘ্য ২২ ফুট, প্রস্থে ১১৷ মন্দিরের গর্ভগৃহের ১৬১ ফুট ব্যাসার্ধের চূড়ার উপরে ৪২ ফুট লাঠির মাথায় উত্তোলিত হবে পতাকাটি৷
এই পতাকায় রয়েছে তিনটি চিহ্ন৷ ওম, সূর্য এবং কবিদারা গাছ৷ ঐতিহ্য বলে, ঋষি কশ্যম মাদার এবং পারিজাত গাছের শঙ্করান করে কবিদারা গাছ সৃষ্টি করেছিলেন৷ সূর্য এখানে রামের সূর্যবংশী ধারার ইঙ্গিতবাহী৷ আর ওম তো আদি অন্ততের শব্দ চিহ্ন৷
‘ধ্বজারোহন’ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ৬ হাজার অতিথি৷ থাকছেন মোদি, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, আদিত্যনাথ এবং মোহন ভাগবত৷
মঙ্গলবার দুপুর ১২টায় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে, প্রধানমন্ত্রী সকাল ১০টায় সপ্তমন্দির কমপ্লেক্স পরিদর্শন করবেন, যেখানে মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, মহর্ষি বাল্মীকি, দেবী অহল্যা, নিষাদরাজ গুহ এবং মাতা শবরীর মন্দির রয়েছে।
এরপর তিনি শেষাবতার মন্দির পরিদর্শন করবেন এবং তারপরে মাতা অন্নপূর্ণা মন্দির পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী মোদি রাম দরবার গর্ভগ্রহে এবং ভগবান রামের মূর্তির সামনে প্রার্থনা করারও কথা রয়েছে, তারপরে তিনি পতাকা উত্তোলনের অনুষ্ঠান করবেন।
