TRENDING:

Rising Bharat Summit 2024: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

Rising Bharat Summit 2024 Day 2: অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা৷ আটকানো গিয়েছে দূর্নীতি৷ সরকারি পরিষেবার তালিকা থেকে বাদ পড়েছে ১০ কোটি ভুয়ো নাম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে এসে দেশকে আতঙ্কবাদ থেকে রক্ষা করার বিষয়টি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি তাঁর বক্তব্যের শুরুতেই তিনি বালাকোটের প্রসঙ্গ তোলেন৷ উল্লেখ্য, এর পাঁচ বছর আগে মোদি যখন এসেছিলেন এই অনুষ্ঠানে, সেদিনই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ঘটিয়েছিল ভারতীয় সেনা৷ সেই কথা উল্লেখ করেন মোদি৷
রাইজিং ভারত সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রাইজিং ভারত সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement

তিনি প্রথমেই জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ নিয়েও একাধিক প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার পরে আমি ভাবছিলাম, এই এয়ারস্ট্রাইকের কথা৷’ তিনি তার পর বলেন, ‘এই নতুন ভারত কখনই সন্ত্রাসবাদকে কোনও স্থান দেয় না৷ বরং এটি জঙ্গিদের ধ্বংস অনেক বড় ক্ষতি করেছে৷ যাঁরা আমাদের দেশকে আতঙ্কে রাখত, সন্ত্রাসের সামনে রাখত, তাঁরা এখন কোথাওই নেই৷ এই নতুন ভারত সন্ত্রাসের জখমকে কখনই সহ্য করে না, সন্ত্রাসের ক্ষত যাঁরা উপহার দেয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷’

advertisement

মোদি গত দেশ বছরে বিভিন্ন উন্নতির ঘটনা নিয়ে বলেন, ‘গত ১০ বছরে দেশের কতটা উন্নতি হয়েছে, গোটা পৃথিবী সেটা দেখছে৷’ মোদি উল্লেখ করেন, কী ভাবে দেশের অর্থনীতি এগিয়েছে, কী ভাবে ভারত অর্থনীতি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়েছে৷ পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন তিনি৷ প্রাক্তন কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেন, এর আগের সরকার দুর্নীতিতে পূর্ণ মাত্রায় জড়িত হওয়ার পরেও কী ভাবে সেই দূর্নীতি লুকোবে সেই দিকে সরকারের নজর থাকত৷ কিন্তু আজ তা নয়৷ একসময় প্রভাবশালী দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের দিকে যেত না, তখন প্রশ্ন উঠত কেন এরা ছাড় পাচ্ছেন, আর এখন সরাসরি সব কাজ করছে ইডি, সিবিআই৷ এমনটাই তো হওয়া দরকার৷ ২০১৪ সাল থেকে দূর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সরকার৷

advertisement

আরও পড়ুন – Rising Bharat Summit 2024 Day 2: আর কিছুক্ষণ! প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো শুধুই অপেক্ষা… রাইজিং ভারত সামিটের দ্বিতীয় দিনে মোদির মূল ভাষণে চোখ, থাকছেন অমিত শাহও

আরও পড়ুন – CNN News18 Rising Bharat Summit: ‘অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?’ রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশের একাধিক সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে অর্থ পৌঁছে দেওয়ার কথাও তিনি বলেন৷ পাশাপাশি তিনি বলেন, অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা৷ আটকানো গিয়েছে দূর্নীতি৷ সরকারি পরিষেবার তালিকা থেকে বাদ পড়েছে ১০ কোটি ভুয়ো নাম৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল