সারা দেশেই এখন বিয়ের মরসুম। সেই কথা তুলেই মোদি বলেন, ”ব্যবসায়ীদের কিছু সংগঠন হিসাব করে দেখেছে, বিয়ের মরসুমে সারা দেশে কেনাকাটা বাবদ প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়।” এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শ, ”যখন বিয়ের জন্য কেনাকাটা করবেন, তখন আপনাদের ভারতীয় পণ্যকেই গুরুত্ব দেওয়া উচিত।”
আরও পড়ুন: ২৯ নভেম্বর ধর্মতলায় মহা-সমাবেশ, অমিত শাহকে চমকে দিতে চায় বঙ্গ বিজেপি
advertisement
এখন বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। পাত্র-পাত্রী ভারতীয় হয়েও বিয়ে করছেন বিদেশের মাটিতে। উচ্চবিত্ত তথা সেলিব্রিটিরাও বিয়ের জন্য বেছে নিচ্ছেন বিদেশের ডেস্টিনেশনকে। বিরাট কোহলি থেকে শুরু করে রণবীর-দীপিকা, অনেক সেলিব্রিটিও বিয়ে সেরেছেন বিদেশের মাটিতে। সেই কারণেই মোদির আর্জি, বিয়ে করুন বিদেশে। তাঁর প্রশ্ন, ”আজকাল কিছু পরিবার একটি নতুন পরিবেশে বিয়ে করার জন্য বিদেশে গিয়ে অনুষ্ঠান করছে। এটা কি আদৌ প্রয়োজন আছে?”
আরও পড়ুন: নীলবাতি লাগানো গাড়িতে ওরা কারা! দিল্লি রোডে পুলিশ পৌঁছতেই খুলে গেল মুখোশ!
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রধানমন্ত্রী মোদি দীপাবলি, ভাইফোঁটা এবং ছট পুজোয় দেশে বিপুল পরিমাণ ব্যবসা হওয়ার কথাও তুলে ধরেছেন এদিনের মন কি বাতে। তিনি জানান, এবার দেশবাসী দীপাবলি থেকে ভাইফোঁটা ও ছটপুজোয় ভোকাল ফর লোকাল মিশনে জোর দেওয়ায় দেশে ৪ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় অবদান রেখেছে।