TRENDING:

Narendra Modi Attacks Congress in Rajya Sabha: কংগ্রেস না থাকলে কী হত? সংসদে তালিকা পেশ মোদির, ঢাল করলেন মহাত্মা গান্ধিকে

Last Updated:

সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাজ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দেশে করোনা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi Attacks Congress in Rajya Sabha)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: লোকসভার পর এবার রাজ্যসভা৷ পর পর দু' দিন সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Attacks Congress in Rajya Sabha)৷ তাঁর কটাক্ষ, কংগ্রেস কোনওদিন পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কিছু ভাবতে পারেনি৷ এই কারণেই মহাত্মা গান্ধি কংগ্রেসের অবলুপ্তি চেয়েছিলেন বলেও সংসদে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেস না থাকলে দেশে কী কী সমস্যা তৈরি হত না, তারও সুদীর্ঘ তালিকা পেশ করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
সংসদে নরেন্দ্র মোদি৷ Photo-ANI
সংসদে নরেন্দ্র মোদি৷ Photo-ANI
advertisement

সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাজ জ্ঞাপন বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দেশে করোনা ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী৷ এ দিন রাজ্যসভায় তিনি বলেন, 'কংগ্রেস কোনওদিন পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কিছু ভাবেনি৷ গণতন্ত্রে সবথেকে বড় বিপদ হল পরিবারতন্ত্র৷ আর যখন একটি পরিবারই সবকিছুর ঊর্ধ্বে চলে যায়, তখন প্রতিভাবকে তার শিকার হতে হয়৷'

advertisement

আরও পড়ুন: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার

এর পরেই কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী বলতে থাকেন, 'অনেকেই ভাবেন কংগ্রেস না থাকলে কী হত? কারণ তারা এখনও 'ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া' স্লোগানে আটকে আছে৷'' নরেন্দ্র ংমোদি দাবি করেন, দলের ভবিষ্যৎ বুঝতে পেরেই মহাত্মা গান্ধি কংগ্রেসের অবলুপ্তি চেয়েছিলেন৷ প্রধানমন্ত্রী বলেন, 'এটাই মহাত্মা গান্ধির ইচ্ছে ছিল৷ কী হবে বুঝতে পেরেই কংগ্রেসকে ভেঙে দিতে চেয়েছিলেন তিনি৷'

advertisement

প্রধানমন্ত্রী বলতে থাকেন, 'গান্ধিজির ইচ্ছে মেনে যদি কংগ্রেসের সত্যিই অবলুপ্তি ঘটত, তাহলে স্বজনপোষণ থেকে গণতন্ত্র মুক্তি পেত৷ ভারত স্বদেশী পথে এগিয়ে যেত৷ জরুরি অবস্থার কলঙ্ক দেশের গায়ে লাগত না৷ জাতপাত, আঞ্চলিকতার রোগ এত গভীরে পৌঁছত না৷ শিখদের নরসংহার হত না৷ দুর্নীতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে যেত না৷ পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে চলে যেতে হত না৷ মহিলাদের তন্দুরের মধ্যে পুড়িয়ে হত্যা করা হত না৷ ন্যূনতম পরিষেবাগুলির জন্য আমজনতাকে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হত না৷'

advertisement

আরও পড়ুন: ত্রিপুরায় ঘর ওয়াপসি, কংগ্রেসে ফিরলেন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, কংগ্রেস শহুরে নকশালদের আদর্শের ফাঁদে বন্দি হয়ে আছে৷ সেই কারণেই তারা ধ্বংসাত্মক মনোভাবে বিশ্বাসী বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে এ দিন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Attacks Congress in Rajya Sabha: কংগ্রেস না থাকলে কী হত? সংসদে তালিকা পেশ মোদির, ঢাল করলেন মহাত্মা গান্ধিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল