এক্স হ্যান্ডেলে নিজেই সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। মোদি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সাহসী জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছেছি।’ ছবিতে দেখা গিয়েছে সেনাজওয়ানদের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন মোদি। প্রধানমন্ত্রীর পরনে সেনার ইউনিফর্ম। মাথায় তাঁর হ্যাট রয়েছে। হাতে গ্লাভস।
আরও পড়ুন: উৎসবের সময় হার্ট অ্যাটাক বাড়ে কেন জানেন? চিকিৎসকের বক্তব্য শুনলে চমকে যাবেন, জেনে রাখুন
advertisement
প্রসঙ্গত, প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদি সীমান্তে প্রহরারত সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলি কাটান। ২০১৪ সালে তিনি সিয়াচেনে গিয়েছিলেন সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাতে। ২০১৫ সালে গিয়েছিলেন পঞ্জাবের খাসায়, ২০১৬ সালে হিমাচলের সুমদোয় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন: কমলালেবুর উপাকারিতা তো জানেন, চিকিৎসকের মুখে এই গুণ শুনলে রোজ খাওয়া শুরু করবেন
২০১৭ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তর কাশ্মীরের গুরেজ ভ্যালিতে। ২০১৮ সালে তাঁর গন্তব্য ছিল উত্তরাখণ্ডের হাশিল, ২০১৯ গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে, ২০২০ সালে রাজস্থানের জয়সলমীরে, ২০২১ -এ গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের নৌসেরায়, ২০২২ সালে মোদি গিয়েছিলেন কার্গিলে।