TRENDING:

Modi attacks Congress on Constitution day: সংবিধান দিবসে কংগ্রেসকে মোদির! সংরক্ষণ, জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কটাক্ষ

Last Updated:

Modi attacks Congress on Constitution day: সংবিধান দিবসে বিরোধী দল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। তিনি সংসদে দাবি করেন, “কংগ্রেস বার বার সংবিধানকে আক্রমণ করেছেন। ৭৫ বার সংবিধানের সংশোধন হয়েছে”।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংবিধান দিবসে বিরোধী দল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। তিনি সংসদে দাবি করেন, “কংগ্রেস বার বার সংবিধানকে আক্রমণ করেছেন। ৭৫ বার সংবিধানের সংশোধন হয়েছে”। জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ইন্দিরা গান্ধি দেশের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন। নির্বিচারে জেলে ভরা হয়েছে। বিচার ব্য়বস্থাকে কাজ করতে দেওয়া হয়নি। পাশাপাশি ইন্দিরা গান্ধিকে আক্রমণ করে তাঁর দাবি, নিজের গদি বাঁচাতে ইন্দিরা গান্ধি জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন।
কী বললেন মোদি?
কী বললেন মোদি?
advertisement

আরও পড়ুন: ফের উত্তাল বঙ্গোপসাগর! তৈরি ঘূর্ণাবর্ত, ৪৮ ঘণ্টায় পরিণত হবে নিম্নচাপে! রাজ্যের আবহাওয়ার বিরাট আপডেট

পাশাপাশি, নেহেরু পরিবারকেও এদিন বিঁধতে ছাড়েননি মোদি। তিনি বলেন, “একটি পরিবার সব রকম ভাবে দেশের সংবিধানকে আঘাত করেছে। একটি পরিবার বাক স্বাধীনতাকে ধ্বংস করার জন্য সংবিধানকে আক্রমণ করেছে, এটা সংবিধান যারা তৈরি করেছেন তাঁদের প্রতি আঘাত।

advertisement

জাতি বা ধর্ম ভিত্তিক সংরক্ষণ নিয়েও সংবিধান দিবসে মোদি আক্রমণ করেন কংগ্রেসকে। তিনি বলেন, “ক্ষমতার লোভে, ভোট ব্যাঙ্ককে তুষ্ট করতে ধর্মভিত্তিক সংরক্ষণের ভয়ঙ্কর খেলা খেলেছে কংগ্রেস”। তিনি আরও বলেন, সংবিধান শব্দটাই কংগ্রেসের মুখে শোভা পায় না, কারণ ওরা নিজের দলের সংবিধানই মানে না।

আরও পড়ুন: ভারত-বিদ্বেষের ফলে নয়া সঙ্কটে বাংলাদেশ! ইউরোপে ঢোকা বন্ধ হতে পারে, মাথায় হাত বাংলাদেশিদের

advertisement

ইউনিয়ন সিভিল কোডের প্রসঙ্গও এদিন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিআর আম্বেদকর বলেছিলেন, ধর্মভিত্তিক আইন বাতিল করা উচিত। মুন্সিজি বলেছিলেন ইউনিয়ন সিভিল কোড আবশ্যিক”। পাশাপাশি তিনি জানান, ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইনের জন্য আমরা চেষ্টা করছি।

বাংলা খবর/ খবর/দেশ/
Modi attacks Congress on Constitution day: সংবিধান দিবসে কংগ্রেসকে মোদির! সংরক্ষণ, জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কটাক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল