TRENDING:

Farm Laws Repealed: তিন কৃষি আইন প্রত্যাহার, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

Last Updated:

আন্দোলনরত কৃষকদেরও বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নরেন্দ্র মোদির স্বীকারোক্তি, কৃষকদের বোঝানোর ক্ষেত্রে সম্ভবত সরকারেরই কোনও ব্যর্থতা ছিল (Centre Repeals Three Farm Laws)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: চাপে পড়ে শেষ পর্যন্ত সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার (Centre Repeals Three Farm Laws)৷ কিছুক্ষণ আগেই এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তিনি জানিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে৷ আন্দোলনরত কৃষকদেরও বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নরেন্দ্র মোদির স্বীকারোক্তি, কৃষকদের বোঝানোর ক্ষেত্রে সম্ভবত সরকারেরই কোনও ব্যর্থতা ছিল৷ এ দিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়েই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Farm Laws Repealed)৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
advertisement

advertisement

আগামী বছরই পঞ্জাব, উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচন৷ সে কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত কৃষি আইন নিয়ে অনড় অবস্থান থেকে কেন্দ্র পিছু হঠল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ গত বছর সেপ্টেম্বর মাসে এই তিন সংশোধিত আইন সংসদে পাস করিয়েছিল কেন্দ্র৷ তার পর  গত ২৬ নভেম্বর থেকে থেকে দীর্ঘ এক বছর ধরে তিনটি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন কৃষকরা৷ একই দাবি জানিয়ে আসছিল কংগ্রেস, তৃণমূল সহ প্রায় সব বিরোধী দলগুলি৷ ফলে বাধ্য হয়েই নরেন্দ্র মোদি- অমিত শাহদের আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হল৷

advertisement

আরও পড়ুন: 'কৃষকদের দোষারোপ নয়', দেশের রাজধানী 'বাঁচাতে' সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ

কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, 'আজকের এই পবিত্র দিনে কাউকে দোষারোপ করতে চাই না৷ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, হয়তো কয়েকজন কৃষক ভাইকে বোঝানোর ক্ষেত্রে আমাদের দিক থেকেই খামতি থেকে গিয়েছিল৷ আজকে আমি আপনাদের জানাচ্ছি, আমরা তিনটি কৃষি আইনই প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি৷ এ মাসের শেষেই সংসদের অধিবেশনে আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু করব৷ গুরু পরবের এই পবিত্র দিনে আন্দোলনরত প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সবাই নিজের বাড়ি, পরিবারের কাছে ফিরে যান, আসুন আমরা একটা নতুন শুরু করি৷'

advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বিশেষ উপহারে মুগ্ধ করলেন বাংলার তাঁতশিল্পী বীরেন কুমার বসাক

সেরা ভিডিও

আরও দেখুন
'বিড়াল বলে মাছ খাব না, আঁশ ছোঁব না!' বিড়াল কিনা দেয় মাছ পাহারা? দুর্গাপুরের মিনিকে দেখুন!
আরও দেখুন

আগামী বছর যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে তার মধ্যে আছে কৃষি প্রধান পঞ্জাব এবং উত্তর প্রদেশ৷ এই রাজ্যগুলির কৃষকরা এক বছর ধরে  আন্দোলনে সামিল হয়েছেন৷ পঞ্জাবে ক্ষমতা দখলের চেষ্টা করলেও বিজেপি-র অবস্থা যথেষ্ট সঙ্গীন৷ কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপি-র উপরে আরও ক্ষোভ বেড়েছিল কৃষকদের৷ কৃষি আইন বিরোধিতা করে বিজেপি-র সঙ্গ ছেড়ে অকালি দলের মতো পুরনো জোট সঙ্গী৷ শুধু তাই নয়, কয়েকদিন আগে দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচনেও হতাশাজনক ফল হয় বিজেপি-র৷ কৃষি আইন প্রত্যাহার না করলে তার প্রভাব যে উত্তর প্রদেশ সহ বাকি রাজ্যগুলির নির্বাচনেও পড়তে পারে, কেন্দ্রে অভ্যন্তরীণ রিপোর্টেও তা স্পষ্ট হয়েছিল৷ তার পরে তিন কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া উপায় ছিল না নরেন্দ্র মোদি সরকারের সামনে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Farm Laws Repealed: তিন কৃষি আইন প্রত্যাহার, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল