গুজরাতের একটি অনুষ্ঠানে মোদি বলেন, ‘‘শহুরে নকশালরা নিজেদের পরিচয় পাল্টে গুজরাতে প্রবেশের চেষ্টা করছে৷ কিন্তু রাষ্ট্র বা রাজ্য প্রশাসন সেটা সহ্য করবে না, তাদের ধ্বংস করা হবে৷’’ মোদি এ দিন সভা থেকে নানা ধাপে গুজরাতের মাটিতে শহুরে নকশালদের উপস্থিতি প্রসঙ্গে আক্রমণের ঢেউ তোলেন৷ পাশাপাশি, আম আদমি পার্টিকেও আক্রমণ করেন তিনি৷
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ায় 'আদিম মানুষের' গুহার হদিশ, বিস্ময়কর ঘটনা বাংলায়! অপার রহস্যের সন্ধান
আরও পড়ুন: হারিয়ে গেল প্রাচীন বটগাছ, ভাঙনের মুখে প্রাচীন কালী মন্দির! ভয়াবহ অবস্থা মালদহে
মোদি বলেন, ‘‘শহুরে নকশালরা নতুন রকম বেশভূষা পাল্টে, নিজেদের ভিন্ন রূপে গুজরাতে প্রবেশের চেষ্টা করছে৷ তারা নিজেদের জামাকাপড় পাল্টে ফেলেছে৷ তারা রাজ্যের সরল ও উদ্দীপনায় পূর্ণ যুব সমাজকে বেপথে চালিত করছে৷ তাই তাদের কোনওরকম ছাড়া দেওয়া হবে না৷ শহুরে নকশালদের আমাদের যুব সমাজকে নষ্ট করতে দেব না আমরা৷ আমরা আমাদের সন্তানদের শহুরে নকশালদের বিরুদ্ধে সতর্ক করব৷ পাশাপাশি আমরা সংকল্প করব, যাতে তাদের পুরোপিরি ধ্বংস করে দিতে পারি৷ ওরা বিদেশি শক্তির চর৷ গুজরাত তাদের সামনে মাথা নত করবে না, গুজরাত তাদের ধ্বংস করবে৷’’
দিল্লি, পঞ্জাবের পর এ বার গুজরাতের লড়াইয়ে পুরোপুরি নেমে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ সামনেই গুজরাতের বিধানসভা ভোট৷ সেখানে আপের বিরুদ্ধে শুরু থেকেই তীব্র লড়াইয়ের বার্তা দিতে চাইছেন মোদি৷ মোদির অভিযোগ, সর্দার সরোবর ড্যাম বা জলাধার তৈরির কাজ আটকে আছে শুধু মাত্র ‘নকশাল মানসিকতার’ মানুষদের জন্য৷ এ অভিযোগ শুধু তার নয়, গুজরাতের মুখ্যমন্ত্রীও এর আগে বলেছিলেন, শহুরে নকশালদের জন্যই সর্দার সরোবর জলাধার প্রকল্পে বাধা পড়ছে৷ পাশাপাশি, তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকরকেও শহুরে নকশাল বলে আক্রমণ করেছিলেন৷
