TRENDING:

Narayan Rane Gets Bail: রাতেই আদালতে পেশ, জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

Last Updated:

আদালত সূত্রে খবর, মহারাষ্ট্র সরকারের তরফেও রানের জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি৷ (Narayan Rane Gets Bail)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে গ্রেফতার হওয়া কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেলেন৷ এ দিন দুপুরেই রানেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ৷ যে ঘটনাকে কেন্দ্র করে শিবসেনা এবং বিজেপি-র মধ্যে চরমে ওঠে চাপানউতোর৷ এর পর রাতেই রানেকে মাহাডের একটি আদালতে পেশ করা হয়৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তাঁর জামিনের আবেদন করেন নারায়ণ রানের আইনজীবীরা৷
advertisement

আদালত সূত্রে খবর, মহারাষ্ট্র সরকারের তরফেও রানের জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি৷ মহারাষ্ট্র সরকারের একটি সূত্র দাবি করেছেন, কেউ যে আইনের ঊর্ধ্বে নন, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করে সেই বার্তাই দিতে চেয়েছিল উদ্ধব ঠাকরে সরকার৷ রানের বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেও সরকারের নেই৷

মহারাষ্ট্রে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ওই বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী নারায়ণ রানে৷ উদ্ধব ঠাকরে দেশ কবে স্বাধীন হয়েছে তা জানেন না বলে অভিযোগ করেন রানে৷ সামনে থাকলে তিনি উদ্ধব ঠাকরে কষিয়ে চড় মারতেন বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তার পরই রানের বিরুদ্ধে পুলিশে একাধিক অভিযোগ দায়ের করে শিবসেনা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গ্রেফতারির পরেও অবশ্য নিজের বক্তব্যেই অনড় থেকেছেন নারায়ণ রানে৷ উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে তিনি অনুতপ্ত নন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ গত কুড়ি বছরে এই প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার হতে হল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Narayan Rane Gets Bail: রাতেই আদালতে পেশ, জামিন পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল