আদালত সূত্রে খবর, মহারাষ্ট্র সরকারের তরফেও রানের জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি৷ মহারাষ্ট্র সরকারের একটি সূত্র দাবি করেছেন, কেউ যে আইনের ঊর্ধ্বে নন, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করে সেই বার্তাই দিতে চেয়েছিল উদ্ধব ঠাকরে সরকার৷ রানের বিরুদ্ধে মামলা চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেও সরকারের নেই৷
মহারাষ্ট্রে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ওই বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী নারায়ণ রানে৷ উদ্ধব ঠাকরে দেশ কবে স্বাধীন হয়েছে তা জানেন না বলে অভিযোগ করেন রানে৷ সামনে থাকলে তিনি উদ্ধব ঠাকরে কষিয়ে চড় মারতেন বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তার পরই রানের বিরুদ্ধে পুলিশে একাধিক অভিযোগ দায়ের করে শিবসেনা৷
advertisement
গ্রেফতারির পরেও অবশ্য নিজের বক্তব্যেই অনড় থেকেছেন নারায়ণ রানে৷ উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে তিনি অনুতপ্ত নন বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী৷ গত কুড়ি বছরে এই প্রথমবার কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার হতে হল৷