TRENDING:

Narayan Rane Arrested: কুড়ি বছরে এই প্রথম, উদ্ধবকে চড় মারার কথা বলে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী রানে

Last Updated:

১৫ অগাস্টের বক্তৃতা দিতে গিয়ে উদ্ধব ঠাকরে স্বাধীনতা লাভের বছর ভুলে যাওয়ার কথা উল্লেখ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি (Narayan Rane Arrested)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: গত জুলাই মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের সময় নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন নারায়ণ রানে৷ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পান তিনি৷ উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলার পর তাঁর বিরুদ্ধে তিনটি এফআইআর রুজু হয়৷
advertisement

রানের গ্রেফতারি এড়াতে বম্বে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা৷ আদালতকে রানের আইনজীবীরা বলেন, 'পুলিশ ওনাকে গ্রেফতার করতে চলে এসেছে৷ ওনার দরজায় পুলিশ অপেক্ষা করছে৷' লাইভ ল নামে একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, আদালত পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবীকে বলে, 'দয়া করে নির্দিষ্ট নিয়ম মেনে আসুন৷ আমাদের দয়া করে রেজিস্ট্রির কাজ করতে বাধ্য করবেন না৷'

advertisement

সোমবার নারায়ন রানে বিজেপি-র হয়ে জন আশীর্বাদ যাত্রা কর্মসূচির আয়োজন করেছিলেন নারায়ন রানে৷ ১৫ অগাস্টের বক্তৃতা দিতে গিয়ে উদ্ধব ঠাকরে স্বাধীনতা লাভের বছর ভুলে যাওয়ার কথা উল্লেখ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি৷ উদ্ধব ঠাকরেকে আক্রমণ করে নারায়ণ রানে বলেছিলেন, 'দেশ কবে স্বাধীন হয়েছে সেটাও মুখ্যমন্ত্রী জানেন না, এটা লজ্জার৷ পিছন ফিরে অন্যকে জিজ্ঞেস করে বলতে হচ্ছে স্বাধীনতার কত বছর উদযাপন করা হচ্ছে৷ আমি যদিও ওখানে উপস্থিত থাকতাম তাহলে মুখ্যমন্ত্রীকে কষিয়ে চড় মারতাম৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নারায়ণ রানের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে শিবসেনা পুলিশে এফআইআর দায়ের করে৷ এর পরই নারায়ণ রানেকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ৷ নারায়ণ রানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের পরিস্থিতি৷ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে জড়ো হন শিবসেনা সমর্থকরা৷ বিজেপি এবং শিবসেনা সমর্থকদের মধ্যে হাতাহাতিও হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Narayan Rane Arrested: কুড়ি বছরে এই প্রথম, উদ্ধবকে চড় মারার কথা বলে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী রানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল