TRENDING:

নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো পড়ল খাদে! নৈনিতালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১৬ যাত্রী! মৃত ২

Last Updated:

নৈনিতালের কাছে শনিবার রাতে হরিয়ানার টেম্পো খাদে পড়ে গৌরব বন্সল ও সোনুর মৃত্যু, ১৬ জন আহত. SDRF উদ্ধারকাজ চালিয়ে আহতদের সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নৈনিতালের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার রাতে ১৫ মিটার গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে দুই জনের, আহত হয়েছেন আরও ১৬ জন যাত্রী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।
News18
News18
advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১১টা নাগাদ। হরিয়ানার একটি টেম্পো কৈঞ্চি ধাম থেকে ফিরছিল। সেই সময় নৈনিতালের কাছে একটি বাঁকে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে।

চোখে দেখা না গেলেও, ফুলকপিতে থিকথিক করছে পোকা! সহজ পদ্ধতিতে গলগলিয়ে বের করে দিন, বার বার ধুতেও হবে না!

advertisement

‘একটুও হতাশ হইনি…’ ৮২টা কেমো নিয়েও উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্রথম দশে! অবসাদের পৃথিবীকে কী বার্তা অদ্রিজার?

মৃতদের পরিচয় মিলেছে। তাঁরা হলেন গৌরব বন্সল, দিল্লির বাদরপুরের বাসিন্দা, এবং চালক সোনু, যিনি হরিয়ানার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে এসডিআরএফ (SDRF)-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। রাতভর চলে উদ্ধারকাজ, যা শেষ হয় ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

খাদ থেকে আহতদের উদ্ধার করে তাঁদের হালদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলেই সেখানেই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গিয়েছে—গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল পরিস্থিতি সামলাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পো পড়ল খাদে! নৈনিতালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১৬ যাত্রী! মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল