পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১১টা নাগাদ। হরিয়ানার একটি টেম্পো কৈঞ্চি ধাম থেকে ফিরছিল। সেই সময় নৈনিতালের কাছে একটি বাঁকে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে।
advertisement
মৃতদের পরিচয় মিলেছে। তাঁরা হলেন গৌরব বন্সল, দিল্লির বাদরপুরের বাসিন্দা, এবং চালক সোনু, যিনি হরিয়ানার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে এসডিআরএফ (SDRF)-এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। রাতভর চলে উদ্ধারকাজ, যা শেষ হয় ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ।
খাদ থেকে আহতদের উদ্ধার করে তাঁদের হালদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলেই সেখানেই চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গিয়েছে—গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে জানানো হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল পরিস্থিতি সামলাচ্ছে।
