TRENDING:

Nagaland Elections Exit Polls: নাগাল্যান্ডে জয় বিজেপি জোটের, দেখুন কী বলছে এক্সিট পোল

Last Updated:

বিকেল ৩টে পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৭২.৯৯ শতাংশ। এবার বুথফেরত সমীক্ষা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিকেল চারটেয় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে উত্তর-পূর্বের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের ৫৯টি আসনে ভোটগ্রহণ। নাগাল্যান্ডে মোট বুথের সংখ্যা ২৩১৫টি। ভোটারের সংখ্যা প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছয় লক্ষ ৫৫ হাজার ১৪৪।
advertisement

২০১৮ সালের নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি ১২ টি আসনে জিতেছিল। ২৬ টি আসনে জিতেছিল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)। একটি আসনে জিতেছিল জেডিইউ। ১৭ টি আসনে জিতেছিল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)। নির্দলরা জিতেছিল একটি আসনে।

এ'বছর নাগাল্যান্ডের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৯টিতে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০-টি আসনের মধ্যে ১২ টিতে জিতেছিল। চলতি নির্বাচনে এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি)-র সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে। আসন ভাগাভাগি চুক্তিতে, এনডিপিপি ৪০টি আসনে এবং বিজেপি ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

advertisement

বিকেল ৩টে পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৭২.৯৯ শতাংশ। এবার  বুথফেরত সমীক্ষা। আগামী ২ মার্চ ফলপ্রকাশের আগে এক্সিট পোলের মাধ্যমে সেই ফলাফল নিয়ে কিছুটা আভাস মিলতে পারে।

মোট আসন সংখ্যা ৬০-। জয়ের জন্য প্রয়োজন ৩১ আসন। ম্যাট্রিজ সমীক্ষা অনুযায়ী, নাগাল্যান্ড ধরে রাখতে চলেছে বিজেপি জোট। ৬০ আসনের বিধানসভায় ৩৫-৪৩ আসনে জিততে পারে বিজেপি জোট (বিজেপি এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি)। নাগা পিপলস ফ্রন্ট দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। এই দল ২০১৮ সালের নির্বাচনে একক বৃহত্তম দল ছিল। কংগ্রেস একটি থেকে তিনটি আসনে জিততে পারে। এনপিপি জিততে পারে ০-১ আসন।

advertisement

আরও পড়ুন:

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর

বাংলা খবর/ খবর/দেশ/
Nagaland Elections Exit Polls: নাগাল্যান্ডে জয় বিজেপি জোটের, দেখুন কী বলছে এক্সিট পোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল