২০১৮ সালের নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি ১২ টি আসনে জিতেছিল। ২৬ টি আসনে জিতেছিল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)। একটি আসনে জিতেছিল জেডিইউ। ১৭ টি আসনে জিতেছিল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)। নির্দলরা জিতেছিল একটি আসনে।
এ'বছর নাগাল্যান্ডের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫৯টিতে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০-টি আসনের মধ্যে ১২ টিতে জিতেছিল। চলতি নির্বাচনে এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি)-র সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে। আসন ভাগাভাগি চুক্তিতে, এনডিপিপি ৪০টি আসনে এবং বিজেপি ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
advertisement
বিকেল ৩টে পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৭২.৯৯ শতাংশ। এবার বুথফেরত সমীক্ষা। আগামী ২ মার্চ ফলপ্রকাশের আগে এক্সিট পোলের মাধ্যমে সেই ফলাফল নিয়ে কিছুটা আভাস মিলতে পারে।
মোট আসন সংখ্যা ৬০-। জয়ের জন্য প্রয়োজন ৩১ আসন। ম্যাট্রিজ সমীক্ষা অনুযায়ী, নাগাল্যান্ড ধরে রাখতে চলেছে বিজেপি জোট। ৬০ আসনের বিধানসভায় ৩৫-৪৩ আসনে জিততে পারে বিজেপি জোট (বিজেপি এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি)। নাগা পিপলস ফ্রন্ট দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। এই দল ২০১৮ সালের নির্বাচনে একক বৃহত্তম দল ছিল। কংগ্রেস একটি থেকে তিনটি আসনে জিততে পারে। এনপিপি জিততে পারে ০-১ আসন।
আরও পড়ুন:
- Tripura, Meghalaya, Nagaland Exit Poll 2023 : অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু হতে পারে মেঘালয়ের ফল
- Meghalaya Assembly Election: মেঘালয়ে ছাপ ফেলতে পারল তৃণমূল? নাকি পাহাড়ি রাজ্যে থাকছে শাসক দলই? দেখুন কী বলছে বুথফেরত সমীক্ষা
- Tripura Exit Poll: ত্রিপুরায় জয়জয়কার বিজেপি-রই, বলছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা, আসন রফায় লাভ হল না বাম-কংগ্রেসেরসব
আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর