TRENDING:

মোদির হাতে ২৪ বছর ধরে রাখী বাঁধছেন এই মুসলিম মহিলা, জেনে নিন কে ইনি

Last Updated:

শাস্ত্রমতে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক খুব সুন্দরভাবে তুলে ধরে এই রাখী বন্ধনের উৎসব ৷ বোনের প্রতি ভালোবাসা, তাঁকে গোটা জীবন রক্ষা করার এক প্রতীক এই রাখী উৎসব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শাস্ত্রমতে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক খুব সুন্দরভাবে তুলে ধরে এই রাখী বন্ধনের উৎসব ৷ বোনের প্রতি ভালোবাসা, তাঁকে গোটা জীবন রক্ষা করার এক প্রতীক এই রাখী উৎসব ৷ সাধারণের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মেতে উঠবেন এই রাখী উৎসবে ৷ রাখীর দিনে তাঁর হাতে রাখী পরাবেন মোদির পাতানো বোন কমর জাঁহা ৷ কে এই কমর জাঁহা?
advertisement

বহু বছর আগে পাকিস্তানের করাচি থেকে আহমেদবাদে এসেছিলেন কমর জাঁহা ৷ আহমেদাবাদেই মোদির বোন হয়ে ওঠেন তিনি ৷ প্রায় ২৪ বছর ধরে রাখীর দিনটাকে একবারের জন্যও মিস করেননি কমর ৷ প্রত্যেক বছরই মনে করে রাখীর দিনে মোদির হাতে নিয়মিত রাখী বেঁধে আসছেন কমর জাঁহা৷ তবে কমর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবারের রাখীটা একটু বেশিই স্পেশাল ৷ ‘তিন তালাক’ নিষিদ্ধ করে তিনি মুসলিম মহিলাদের যে উপহার দিয়েছেন, তা সত্যিই বড়মাপের কাজ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কমরের কথায়, ‘তিন তালাকই নয় ৷ এবারের রাখীটা আরও স্পেশাল ৷ কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে মোদি যা করেছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ পদক্ষেপ !’

বাংলা খবর/ খবর/দেশ/
মোদির হাতে ২৪ বছর ধরে রাখী বাঁধছেন এই মুসলিম মহিলা, জেনে নিন কে ইনি