আগামী ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ নাচ, গান, কার্নিভালের মজা সবটাই থাকছে তাঁদের অনুষ্ঠান৷ তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে৷ ৩ দিনের অনুষ্ঠানে থিম ও ড্রেস কোড রাখা হয়েছে৷
advertisement
১ মার্চ থেকে শুরু হবে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠান৷ প্রথম দিনের থিম রাখা হয়েছে- ‘ইভনিং ইন এভারল্যান্ড’, সঙ্গে থাকছে ড্রেস কোড৷ এলিগ্যান্ট ককটেল পোশাক পরতে হবে৷ দ্বিতীয় দিনের থিম- ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’৷ সেখানে জঙ্গল ফিভার ড্রেস কোড রাখা হয়েছে৷ অনুষ্ঠানটি আম্বানিদের জামনগরের অভয়ারণ্যে অনুষ্ঠিক হবে৷ অতিথিদের এই অনুষ্ঠানের জন্য মানানসই জুতো এবং পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমন্ত্রিতরা মেলার আবহে তাদের সাফারি-থিমযুক্ত পোশাকগুলিকে আরও মার্জিত পোশাকের জন্য অদলবদল করবে। এর জন্য ড্রেস কোড হল-‘চমকানো দেশি রোম্যান্স’, যা সকলের জন্য আকর্ষণীয়৷ সকলকে শেষ দিনে ভারতীয় দেশি পোশাক পরার অনুরোধ করা হয়েছে৷
আনন্দ ও রাধিকার অনুষ্ঠানে বিশেষ সুবিধা পাবেন অতিথিরা৷ শাড়ি পরানো থেকে মেক আপ, চুল বাঁধা ইত্যাদির সাহায্য করার লোক পাবেন অতিথিরা৷ রাধিকা-অনন্তের অতিথি তালিকাতেও বিরাট চমক থাকতে চলেছে৷ ভারতের ভিভিআইপি অতিথিদের তালিকায় রয়েছেন- কুমার মঙ্গলম বিড়লা, উদয় কোটাক, আদর পুনাওয়ালা, সুনীল মিত্তল, আধ্যাত্মিক গুরু সদগুরু, সচিন টেন্ডুলকার এবং তাঁর পরিবার, এমএস ধোনি এবং তাঁর পরিবার, রোহিত শর্মা, কেএল রাহুল, বচ্চন পরিবার, রজনীকান্ত এবং তাঁর পরিবার। পরিবারের সঙ্গে হাজির হবেন শাহরুখ খানও। তালিকায় থাকছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এবং মাধুরী দীক্ষিত।