TRENDING:

Anant Ambani-Radhika Merchant: অনন্ত-রাধিকার বিয়েতে বিরাট সারপ্রাইজ! ৩ দিনের ধামাকাদার অনুষ্ঠানে নজরকাড়া থিমে চমক

Last Updated:

Anant Ambani-Radhika Merchant: আগামী ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে৷ থিম ও ড্রেস কোড রাখা হয়েছে নজরকাড়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: গুজরাটের জামনগরে এখন চলছে রাজকীয় বিয়ের প্রস্তুতি৷ অপেক্ষা আর মাত্র কিছুদিনের৷ তারপরই চারহাত এক হবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট রাজকীয় বিয়ে নিয়ে জোরদার প্রস্তুতি চলেছে৷
অনন্ত-রাধিকার বিয়েতে বিরাট সারপ্রাইজ! ৩ দিনের ধামাকাদার অনুষ্ঠানে নজরকাড়া থিম
অনন্ত-রাধিকার বিয়েতে বিরাট সারপ্রাইজ! ৩ দিনের ধামাকাদার অনুষ্ঠানে নজরকাড়া থিম
advertisement

আগামী ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ নাচ, গান, কার্নিভালের মজা সবটাই থাকছে তাঁদের অনুষ্ঠান৷ তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে৷ ৩ দিনের অনুষ্ঠানে থিম ও ড্রেস কোড রাখা হয়েছে৷

আরও পড়ুন-       মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

আরও পড়ুন-      মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

১ মার্চ থেকে শুরু হবে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠান৷ প্রথম দিনের থিম রাখা হয়েছে- ‘ইভনিং ইন এভারল্যান্ড’, সঙ্গে থাকছে ড্রেস কোড৷ এলিগ্যান্ট ককটেল পোশাক পরতে হবে৷ দ্বিতীয় দিনের থিম- ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’৷ সেখানে জঙ্গল ফিভার ড্রেস কোড রাখা হয়েছে৷ অনুষ্ঠানটি আম্বানিদের জামনগরের অভয়ারণ্যে অনুষ্ঠিক হবে৷ অতিথিদের এই অনুষ্ঠানের জন্য মানানসই জুতো এবং পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমন্ত্রিতরা মেলার আবহে তাদের সাফারি-থিমযুক্ত পোশাকগুলিকে আরও মার্জিত পোশাকের জন্য অদলবদল করবে। এর জন্য ড্রেস কোড হল-‘চমকানো দেশি রোম্যান্স’, যা সকলের জন্য আকর্ষণীয়৷ সকলকে শেষ দিনে ভারতীয় দেশি পোশাক পরার অনুরোধ করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আনন্দ ও রাধিকার অনুষ্ঠানে বিশেষ সুবিধা পাবেন অতিথিরা৷ শাড়ি পরানো থেকে মেক আপ, চুল বাঁধা ইত্যাদির সাহায্য করার লোক পাবেন অতিথিরা৷ রাধিকা-অনন্তের অতিথি তালিকাতেও বিরাট চমক থাকতে চলেছে৷ ভারতের ভিভিআইপি অতিথিদের তালিকায় রয়েছেন- কুমার মঙ্গলম বিড়লা, উদয় কোটাক, আদর পুনাওয়ালা, সুনীল মিত্তল, আধ্যাত্মিক গুরু সদগুরু, সচিন টেন্ডুলকার এবং তাঁর পরিবার, এমএস ধোনি এবং তাঁর পরিবার, রোহিত শর্মা, কেএল রাহুল, বচ্চন পরিবার, রজনীকান্ত এবং তাঁর পরিবার। পরিবারের সঙ্গে হাজির হবেন শাহরুখ খানও। তালিকায় থাকছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এবং মাধুরী দীক্ষিত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant: অনন্ত-রাধিকার বিয়েতে বিরাট সারপ্রাইজ! ৩ দিনের ধামাকাদার অনুষ্ঠানে নজরকাড়া থিমে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল