জানা গিয়েছে, দুস্কৃতিরা তিন যুবককে ছুরি দিয়ে মারাত্মক যখম করে৷ গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিট্টু কুমার নামের এক যুবকের মৃত্যু হয়। যুবকের মৃত্যুর পর বিক্ষুব্ধ পরিবারের সদস্যরা যাদোপুর থানা ঘেরাও করে, এমনকি মৃতদেহকে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয় তারা।
আরও পড়ুন: এসএসসির প্রস্তুতি নিতে গিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! এই লাভ বার্ডসের কাহিনি হার মানাবে সিনেমাকেও
advertisement
এই পর্যন্ত ঠিক ছিল৷ কিন্তু অবরোধ এরপর বিদ্রহের আকার নেয়৷ দোকানপাঠ সব বন্ধ হয়ে যায়৷ নিমেশে মানুষ বাজার বন্ধ করে দেয়। সবাই এসে দাঁড়ায় মৃত যুবকের পরিবারের পাশে৷ জানা গিয়েছে, ওই তিন যুবক না কি সেনায় যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ তবে এভাবে স্বপ্ন চুরমার হয়ে যাবে কেউ ভাবতে পারেনি৷
ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ৷ পরিস্থিতি সামলাতে পরিবারের সদস্যদের শান্ত থাকতে বলে তারা৷ জানা গিয়েছে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার হাতাহাতি হয় পরিবারের সদস্যদের।
আরও পড়ুন: ঢিল ছোঁড়া দূরত্বে থানা, তার সামনেই দিনে দুপুরে লাখ লাখ টাকার সোনা, হীরে লুঠ দুষ্কৃতিদের!
ঘটনার পর বেশ অনেকক্ষণ কেটে গেলেন কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকার দাবিতে অনড় পরিবারের সদস্যরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও ঊর্ধ্বতন কর্মকর্তাও না কি ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে পাঁচটি থানা থেকে পরিস্থিতি সামলাতে পুলিশ এসেছিল। হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে।