TRENDING:

Murder News: তিন যুবককে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃ্তিরা, মৃত ১, রাস্তায় লাশ ফেলে প্রতিবাদ!

Last Updated:

Murder News: ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ৷ পরিস্থিতি সামলাতে পরিবারের সদস্যদের শান্ত থাকতে বলে তারা৷ জানা গিয়েছে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার হাতাহাতি হয় পরিবারের সদস্যদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপালগঞ্জ: বিহারের গোপালগঞ্জে দুষ্কৃতির হামলা। যার ফলে আহত হয়েছেন তিন যুবক। এদের একজন আবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ আর এরপরেই ঝামেলা শুরু৷ স্থানীয় বাসিন্দারা মিলে থানা ঘেরাও করে৷ জানা গিয়েছে, পুলিশের সঙ্গে একপ্রস্থ হাতাহাতিও না কি হয়েছে৷
তিন যুবককে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃ্তিরা, মৃত ১, রাস্তায় লাশ ফেলে প্রতিবাদ পরিবারের সদস্যদের
তিন যুবককে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃ্তিরা, মৃত ১, রাস্তায় লাশ ফেলে প্রতিবাদ পরিবারের সদস্যদের
advertisement

জানা গিয়েছে,  দুস্কৃতিরা  তিন যুবককে ছুরি দিয়ে মারাত্মক যখম করে৷  গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিট্টু কুমার নামের এক যুবকের মৃত্যু হয়। যুবকের মৃত্যুর পর বিক্ষুব্ধ পরিবারের সদস্যরা যাদোপুর থানা ঘেরাও করে, এমনকি মৃতদেহকে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয় তারা।

আরও পড়ুন: এসএসসির প্রস্তুতি নিতে গিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! এই লাভ বার্ডসের কাহিনি হার মানাবে সিনেমাকেও

advertisement

এই পর্যন্ত ঠিক ছিল৷ কিন্তু অবরোধ এরপর বিদ্রহের আকার নেয়৷ দোকানপাঠ সব বন্ধ হয়ে যায়৷ নিমেশে মানুষ বাজার বন্ধ করে দেয়। সবাই এসে দাঁড়ায় মৃত যুবকের পরিবারের পাশে৷ জানা গিয়েছে, ওই তিন যুবক না কি সেনায় যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ তবে এভাবে স্বপ্ন চুরমার হয়ে যাবে কেউ ভাবতে পারেনি৷

ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ৷ পরিস্থিতি সামলাতে  পরিবারের সদস্যদের শান্ত থাকতে বলে তারা৷ জানা গিয়েছে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার হাতাহাতি হয় পরিবারের সদস্যদের।

advertisement

আরও পড়ুন: ঢিল ছোঁড়া দূরত্বে থানা, তার সামনেই দিনে দুপুরে লাখ লাখ টাকার সোনা, হীরে লুঠ দুষ্কৃতিদের!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

ঘটনার পর বেশ অনেকক্ষণ কেটে গেলেন কোনও আসামিকে গ্রেফতার করতে  পারেনি পুলিশ। ঘটনাস্থলে এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকার দাবিতে অনড় পরিবারের সদস্যরা। কিন্তু এখনও পর্যন্ত কোনও ঊর্ধ্বতন কর্মকর্তাও না কি ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে পাঁচটি থানা থেকে পরিস্থিতি সামলাতে পুলিশ এসেছিল। হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Murder News: তিন যুবককে ছুড়ি দিয়ে কোপাল দুষ্কৃ্তিরা, মৃত ১, রাস্তায় লাশ ফেলে প্রতিবাদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল