TRENDING:

৭৩ বছরের বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি, ১ কোটি টাকা হাতিয়ে ফেরার মহিলা!

Last Updated:

ওই মহিলার সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল যে মোবাইল নম্বর, সেটি বন্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন ডি'সুজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আন্তর্জাতিক নারী দিবসে উলোটপুরাণ। প্রবীণকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১.৩ কোটি টাকা হাতানো এবং প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে এক মহিলার বিরুদ্ধে। মুম্বই সংলগ্ন শহরতলি মালাদের মালওয়ানির ঘটনা।
advertisement

প্রতারিত জেরন ডি'সুজা (Jeron D'Souza) ওই এলাকারই বাসিন্দা। যিনি এক বেসরকারি ব্যাঙ্কের প্রাক্তন কর্মী। সম্প্রতি আন্ধেরি পুলিশ থানায় শালিনী সিং (Shalini Singh) নামে এক মহিলার বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছেন। জমা দেওয়া অভিযোগ পত্রে ডি'সুজা জানিয়েছেন যে ওই মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর জমানো পুঁজি হাতিয়ে নিয়েছেন।

২০২০ সালের ডিসেম্বরে শালিনী সিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন জেরন ডি'সুজা। গত বৃহস্পতিবার অর্থাৎ ৪ মার্চ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। প্রতারিত প্রবীণের বয়ান অনুযায়ী, শালিনী সিংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ বেশ কয়েক বছরের। গত বছর শালিনী জেরনকে প্রেমের প্রস্তাব দেন বলে জানা গিয়েছে। এর পর বিয়ে এবং ব্যবসা শুরু করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা, ডি'সুজার কাছ থেকে ১.৩ কোটি টাকা নেন বলে অভিযোগ। শালিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি এই টাকা ট্রান্সফার করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই প্রবীণ। সঙ্গে অভিযোগ করেছেন যে টাকা পাওয়ার পর থেকে শালিনী আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। ওই মহিলার সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল যে মোবাইল নম্বর, সেটি বন্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন ডি'সুজা।

advertisement

পুলিশি তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ের সান্টাক্রুজের অন্তর্দেশীয় বিমানবন্দরের কাছে পৈতৃক জমি বিক্রি করে ২ কোটি টাকা পেয়েছিলেন জেরন ডি'সুজা। সেই টাকা তিনি যে বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন, সেখানকার চারটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে গচ্ছিত রেখেছিলেন ওই প্রবীণ। তদন্তে জানা গিয়েছে যে ২০১৯ সালে ওই ফিক্সড ডিপোজিটগুলি থেকে মোটা অঙ্কের সুদ পান ডি'সুজা। ঠিক তার পরেই শালিনী সিং তাঁর জীবনে আসেন বলে পুলিশকে জানিয়েছেন ওই প্রবীণ। তাঁরা নিয়মিত শহরের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় দেখা করতে থাকেন। এভাবেই একদিন শালিনী তাঁকে প্রেমের প্রস্তাব দেন বলে পুলিশকে জানিয়েছেন ডি'সুজা। তাঁর অভিযোগ, শেষ বয়সে তাঁর অবলম্বন হওয়ার আশ্বাস দিয়েছিলেন ওই মহিলা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

advertisement

অন্য দিকে, দিল্লির নেহরু বিহারে প্রবীণ মহিলাকে আর্থিক প্রতারণার অভিযোগে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, প্রতিবেশী হওয়ার খাতিরে ওই তরুণীর কাছ থেকে মোবাইল ম্যানজমেন্ট ও অনলাইনে টাকা লেনদেন নিয়ে সহায়তা চেয়েছিলেন ওই প্রবীণা। সেই সুযোগে ওই কলেজ ছাত্রী তাঁর প্রতিবেশীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৩৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট বোতলের ভিতরে যীশু ও স্যান্টাক্লজ, বড়দিনের আগে শিল্পীর কাজ দেখে মুগ্ধ নেটদুনিয়া
আরও দেখুন

সম্বিত ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৭৩ বছরের বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি, ১ কোটি টাকা হাতিয়ে ফেরার মহিলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল