TRENDING:

Mumbai Rain: স্কুল-কলেজ বন্ধ, জারি রেড অ‍্যালার্ট...প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই! বিপর্যস্ত গোটা শহর, প্রতিকূল আবহাওয়া নিয়ে কী জানালেন মুখ‍্যমন্ত্রী ফড়ণবীশ

Last Updated:

Mumbai Rain: মুম্বাই, থানে এবং রায়গড়ে জারি করা হয়েছে রেড অ‍্যালার্ট। অতিভারী বৃষ্টির সতর্কতা এই তিন এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ২০০ মিমির চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। মুম্বাই, থানে এবং রায়গড়ে জারি করা হয়েছে রেড অ‍্যালার্ট। অতিভারী বৃষ্টির সতর্কতা এই তিন এলাকায়। মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ শহরবাসীকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানান।
স্কুল-কলেজ বন্ধ, জারি রেড অ‍্যালার্ট...প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই! বিপর্যস্ত গোটা শহর, দুর্যোগ পরিস্থিতি নিয়ে কী জানালেন মুখ‍্যমন্ত্রী ফড়ণবীশ
স্কুল-কলেজ বন্ধ, জারি রেড অ‍্যালার্ট...প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই! বিপর্যস্ত গোটা শহর, দুর্যোগ পরিস্থিতি নিয়ে কী জানালেন মুখ‍্যমন্ত্রী ফড়ণবীশ
advertisement

অবিরাম বৃষ্টির সঙ্গেই জোয়ারে বড় ঢেউয়ের সতর্কতা রয়েছে সৈকত শহর মুম্বইতে। জলমগ্ন পরিস্থিতি সম্পর্কে মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী সংবাদমাধ‍্যমকে জানান, ‘‘গত ২ দিনে, মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বেশ কয়েকটি জেলার জন্য রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী তিন দিন, ২১ আগস্ট পর্যন্ত, মহারাষ্ট্রের অর্ধেক জেলায় রেড অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আমরা এই কারণে যে সতর্কতা অবলম্বন করতে হবে তা নিয়ে আলোচনা করেছি।’’

advertisement

আরও পড়ুন: ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? এতে কি সত‍্যিই আটকানো যায় পিন চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

আরও পড়ুন: ‘পরীক্ষা’ ছাড়াই সরকারি চাকরি! এই ৫ চাকরিতেই রয়েছে সুবর্ণ সুযোগ, প্রতি বছরই বেরোয় প্রচুর ভ‍্যাকেন্সি, এখনই জানুন

advertisement

প্রতিকূল আবহাওয়ার কারণে, মহারাষ্ট্র সরকার মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আজ, ১৯ আগস্ট সোমবার ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। অবিরাম বৃষ্টি এবং প্রবল জলস্ফীতির সতর্কতার কারণ মুম্বইবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন গ্রেটার মুম্বইয়ের পুলিশ কমিশনারও। কর্তৃপক্ষ মেরিন ড্রাইভ, ওরলি সি ফেস, বান্দ্রা কার্টার রোড এবং মাড আইল্যান্ড সীফ্রন্টের মতো এলাকাগুলির নিরাপত্তাতেই থাকবে বিশেষ নজর, জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Rain: স্কুল-কলেজ বন্ধ, জারি রেড অ‍্যালার্ট...প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই! বিপর্যস্ত গোটা শহর, প্রতিকূল আবহাওয়া নিয়ে কী জানালেন মুখ‍্যমন্ত্রী ফড়ণবীশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল