TRENDING:

Mumbai Paatal Lok: মুম্বইয়ে তৈরি হচ্ছে ‘পাতাল লোক’! ওটিটি-তে নয়...নতুন প্রকল্পের ঘোষণা মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের

Last Updated:

সে রাজ্যের মুখ্যমন্ত্রী যা ব্যাখ্যা করতে গিয়ে ব্যবহার করলেন ওটিটি প্ল্যাটফর্মের এক অতি পপুলার সিরিজের নাম, ‘পাতাল লোক’৷ আর তারপরেই ভাইরাল দেবেন্দ্র ফড়নবিশের সেই ভাষণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুম্বইজুড়ে মাটির উপর দিয়ে ছড়িয়ে রয়েছে অজস্র রাস্তা৷ আর ব্যস্ত শহরের সেই অজস্র রাস্তার মূল সমস্যা হল যানজট৷ যা মুম্বইকারদের প্রতিদিনের যন্ত্রণা৷ এবার সেই সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে মহারাষ্ট্র সরকার৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী যা ব্যাখ্যা করতে গিয়ে ব্যবহার করলেন ওটিটি প্ল্যাটফর্মের এক অতি পপুলার সিরিজের নাম, ‘পাতাল লোক’৷ আর তারপরেই ভাইরাল দেবেন্দ্র ফড়নবিশের সেই ভাষণ৷
News18
News18
advertisement

সম্প্রতি ‘ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস’ এর একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘‘আমরা আসলে ‘পাতাল লোক’ তৈরি করছি৷ যা মুম্বই শহরের রাস্তাকে সম্পূর্ণ যানজট মুক্ত করে দেবে৷’’

আরও পড়ুন: পোলিং স্টেশন থেকে নতুন ডেটা এন্ট্রি অপারেটর, কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন মমতা

advertisement

ফড়নবিশ জানান, বর্তমানে মুম্বইতে যে সমস্ত রাস্তা রয়েছে, এই সুড়ঙ্গের নেটওয়ার্ক তারই সমান্তরাল রাস্তা হবে৷ শহরজুড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে আন্ডারগ্রাউন্ড রাস্তার এই নেটওয়ার্ক৷

মুম্বই মেট্রোর সঙ্গেই, মাটির নীচে এই রোড নেটওয়ার্ক তৈরির কাজও পাশাপাশি চলবে বলে জানান তিনি৷

আরও পড়ুন: বয়স বাড়লে বাড়ে…৮০-র উপরে যুঁজতে পারা মুশকিল! সেই অসুখের কাছেই নতিস্বীকার করতে হল ধর্মেন্দ্রকে

advertisement

আগামী বছরের মধ্যেই বোরিভালি এবং গোরেগাঁও এবং ওয়র্লি শিবডি কানেক্টরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ এতে সমুদ্রের উপরে বিস্তৃত অটল সেতু থেকে বান্দ্রা-ওরলি সি-লিঙ্কে পৌঁছনো সহজ হবে বলে জানান তিনি৷

বান্দ্রা থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মাঝে এমনই সুড়ঙ্গ সড়কপথ যাতায়াতের সময় মাত্র ৩০ মিনিটে নামিয়ে আনবে বলে আশা করছে প্রশাসন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাচের বোতলে ভরা টুকরো 'জীবন', কাগজ-কাপড়-সুতোয় বাংলার গোবিন্দর এমন কীর্তি দেখে অবাক দেশ!
আরও দেখুন

গণপরিবহনের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী সমন্বিত মুম্বই ওয়ান অ্যাপ চালু করার কথা তুলে ধরেন, যা যাত্রীদের মেট্রো রেল, শহরতলির ট্রেন এবং বেস্ট বাসের জন্য একটি টিকিট ব্যবহার করার সুযোগ দেবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Paatal Lok: মুম্বইয়ে তৈরি হচ্ছে ‘পাতাল লোক’! ওটিটি-তে নয়...নতুন প্রকল্পের ঘোষণা মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল