সম্প্রতি ‘ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস’ এর একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘‘আমরা আসলে ‘পাতাল লোক’ তৈরি করছি৷ যা মুম্বই শহরের রাস্তাকে সম্পূর্ণ যানজট মুক্ত করে দেবে৷’’
advertisement
ফড়নবিশ জানান, বর্তমানে মুম্বইতে যে সমস্ত রাস্তা রয়েছে, এই সুড়ঙ্গের নেটওয়ার্ক তারই সমান্তরাল রাস্তা হবে৷ শহরজুড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে আন্ডারগ্রাউন্ড রাস্তার এই নেটওয়ার্ক৷
মুম্বই মেট্রোর সঙ্গেই, মাটির নীচে এই রোড নেটওয়ার্ক তৈরির কাজও পাশাপাশি চলবে বলে জানান তিনি৷
আগামী বছরের মধ্যেই বোরিভালি এবং গোরেগাঁও এবং ওয়র্লি শিবডি কানেক্টরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ এতে সমুদ্রের উপরে বিস্তৃত অটল সেতু থেকে বান্দ্রা-ওরলি সি-লিঙ্কে পৌঁছনো সহজ হবে বলে জানান তিনি৷
বান্দ্রা থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মাঝে এমনই সুড়ঙ্গ সড়কপথ যাতায়াতের সময় মাত্র ৩০ মিনিটে নামিয়ে আনবে বলে আশা করছে প্রশাসন৷
গণপরিবহনের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী সমন্বিত মুম্বই ওয়ান অ্যাপ চালু করার কথা তুলে ধরেন, যা যাত্রীদের মেট্রো রেল, শহরতলির ট্রেন এবং বেস্ট বাসের জন্য একটি টিকিট ব্যবহার করার সুযোগ দেবে।
