কিছু এলাকায় ভোর রাতে ২০০ মিমি-র বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার ফলে নিচু এলাকাগুলি জলে ডুবে গেছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় শনিবার বিক্রোলিতে দুইজনের মৃত্যু হয়েছে।
advertisement
মহারাষ্ট্রের নানদেড জেলায় প্রবল বৃষ্টির কারণে প্রায় চার থেকে পাঁচজন নিখোঁজ হয়েছেন বলে সোমবার মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজন জানিয়েছেন। মহাজন বলেন, “নানদেডে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং প্লাবিত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। SDRF টিমগুলোকেও ডাকা হয়েছে এবং প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে… ৪-৫ জন নিখোঁজ, তাদের সন্ধান চলছে… আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। মানুষের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।”
সোমবার মুখ্যমন্ত্রী ফড়নবীস জানিয়েছেন, মহারাষ্ট্রের নানদেড জেলার মুখেদ এলাকায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, “মুখেদ অঞ্চলে ২০৬ মিমি বৃষ্টিপাতের ফলে সেখানে বন্যা পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে। সহায়তার জন্য সেনাবাহিনীও সেখানে মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সমস্তরকম সাহায্য প্রদান করছে।”
এদিকে সোমবার মুম্বইয়ে ভারী বৃষ্টির পর একটি স্কুল বাস, যাতে ছয়জন শিশু ও দুইজন স্টাফ ছিলেন, জলে প্লাবিত রাস্তায় আটকে পড়ে। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে, এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে সকালে চলা স্কুলগুলি অর্ধদিবস ছুটি ঘোষণা করে এবং ছাত্রছাত্রীদের আগেভাগেই ছেড়ে দেওয়া হয়।
এই মুহূর্তে মুম্বইয়ের হট টপিক আবহাওয়া। সেখানকার ওয়েদার রিপোর্ট বলছে, মুম্বইযের ঘাড় থেকে এখনই দুর্যোগ সরছে না। আগেই এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। এবার তা লাল-এ পরিণত হয়েছে। সোমবারও ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আশা করা হচ্ছে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।