TRENDING:

গুড বাই পদ্মিনী! রাস্তায় আর দেখা যাবে না 'কালি-পিলি'! ইতিহাসের এক অধ্যায় শেষ আজ

Last Updated:

Padmini Taxi: আজই শেষ দিন। অবসরে ঐতিহ্যবাহী পদ্মিনী ট্যাক্সি। ৬০ বছরের ইতিহাসের অধ্যায় শেষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গত কয়েক দশক ধরে দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ের রাস্তায় রাজার হালে চলেছে ‘প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি’। তবে এই ট্যাক্সি পরিষেবা এবার বন্ধ হচ্ছে।
advertisement

কয়েক দশক ধরে সাধারণ মানুষের জন্য এই ট্যাক্সি একটি সুবিধাজনক মাধ্যম ছিল। এটি ‘কালি-পিলি’ নামেও পরিচিত ছিল। এই ট্যাক্সি পরিষেবার সাথে শহরের বাসিন্দাদের গভীর সম্পর্ক রয়েছে। প্রায় ছয় দশক পর এর যাত্রা শেষ হতে চলেছে।

নতুন মডেল এবং অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবার পর এই কালো এবং হলুদ ট্যাক্সিগুলি এখন মুম্বইয়ের রাস্তায় আর দেখা যাবে না। সম্প্রতি গণপরিবহন সংস্থা বেস্টের বিখ্যাত লাল ডাবল-ডেকার ডিজেল বাসগুলিকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন- ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র দিলেন নরেন্দ্র মোদি, লোকসভা ভোটের আগে বিরাট চমক!

এবার কালো এবং হলুদ ট্যাক্সিও দেখা যাবে না মুম্বইয়ের রাস্তায়। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শেষ ‘প্রিমিয়ার পদ্মিনী’র ২৯শে অক্টোবর, ২০০৩ সালে রেজিস্ট্রেশন ছিল।

যেহেতু শহরে ক্যাব চালানোর সীমা ২০ বছর, তাই সোমবার থেকে ‘প্রিমিয়ার পদ্মিনী’ ট্যাক্সিগুলি আর মুম্বইতে চলবে না। মুম্বাইয়ের সর্বশেষ প্রিমিয়ার পদ্মিনী ট্যাক্সি (MH-01-JA-2556)-এর মালিক প্রভাদেবী বলেছেন, “এটি মুম্বাইয়ের গর্ব এবং আমাদের জীবন।”

advertisement

যদিও কিছু মানুষ দাবি করেছেন, অন্তত একটি ‘প্রিমিয়ার ‘পদ্মিনী’ সংরক্ষণ করা উচিত যাদুঘরে। আজকাল ‘প্রিমিয়ার পদ্মিনী’ ট্যাক্সিগুলি কেবল মুম্বাইয়ের দেওয়ালে গ্রাফিতিতে দেখা যায়।

আরও পড়ুন- ভারতে কমোডো ড্রাগন? ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে চর্চা, কোথায় দেখা গেল এই প্রাণী?

ফিয়াটের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালে। Fiat-1100 Delight’ মডেল দিয়ে পদ্মিনী ট্যাক্সির যাত্রা শুরু।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুড বাই পদ্মিনী! রাস্তায় আর দেখা যাবে না 'কালি-পিলি'! ইতিহাসের এক অধ্যায় শেষ আজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল