Viral: ভারতে কমোডো ড্রাগন? ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে চর্চা, কোথায় দেখা গেল এই প্রাণী?
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral: কী করে কমোডো ড্রাগন ভারতে প্রবেশ করল, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে
কর্ণাটক: ছবি দেখে যে কেউ ঘাবড়ে যাবেন। কারণ, এই প্রাণী আগে ভারত তো দূর, এর আশেপাশের কোনও দেশেও মেলেনি। সম্প্রতি কর্ণাটকে একটি ছবি ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গিয়েছে, কর্ণাটকের একটি গ্রামে ঘুরছে কমোডো ড্রাগন। আর তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কী করে কমোডো ড্রাগন ভারতে প্রবেশ করল, তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, কর্ণাটকের ঘনবসতিপূর্ণ এলাকায় কমোডো ড্রাগনটিকে দেখা গিয়েছে। এর আকার ৬ ফুটের মতো। সাধারণত ইন্দোনেশিয়ায় এই প্রাণীর দেখা মেলে। কিন্তু ভারতে এই প্রাণী দেখা মেলায় হতবাক সকলে। কী করে এই প্রাণী ওই এলাকায় এল তার খোঁজখবর শুরু হয়েছে। ওই এলাকার বাসিন্দা দিলীপ নামে এক যুবকের বাড়িতে কমোডো ড্রাগনটিকে দেখা যায়।
advertisement
প্রাণীটিকে ধরা গিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সাধারণত, হাঁস, মুরগি, কুকুর, ছাগল, সাপের মতো প্রাণী খেয়ে থাকে কমোডো ড্রাগন। কমোডো ড্রাগনের বিভিন্ন জাতি রয়েছে। এর বেশ কিছু জাতি খুবই হিংস্র হয়ে থাকে। অনেক সময়ে এই কমোডো ড্রাগনের আক্রমণের মুখে পড়ে মানুষও। কিন্তু ভারতে হঠাৎ এমন প্রাণীর ছবি সামনে আসায় স্বাভাবিক ভাবেই হতবাক অনেকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 2:41 PM IST