পুলিশ জানায়, অভিযুক্ত দুজনই মর্নিং ওয়াকে যাওয়া লোকজনকে টার্গেট করত। গ্রেফতার হওয়া যুবকদর নাম ফিরোজ শেখ ও জাফর ইউনুস। দুজনেই আম্বিভালির বাসিন্দা।
আরও পড়ুন- কাজ করার সুযোগ মিলছে না, সোশ্যাল মিডিয়ায় সরব ত্রিপুরার তৃণমূল নেতা
পুলিশ জানিয়েছে, জয়ন্ত রাসনে নামে এক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, মর্নিং ওয়াকের সময় ন্যাশনাল পার্কের কাছে দু'জন বাইকচালক তাঁর সোনার চেন টেনে নিয়ে যায়। এই অভিযোগের পর মুম্বই পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরা স্ক্যান করতে শুরু করে।
advertisement
প্রায় ৩০০টি ক্যামেরা যাচাই করার পর মুম্বই পুলিশ জানতে পেরেছিল, কস্তুরবা মার্গ সহ পশ্চিম মুম্বাইয়ের অন্যান্য এলাকায় চেইন ছিনতাইয়ের ঘটনার পিছনে একই গ্যাং রয়েছে। তদন্তে জানা যায়, অপরাধে ব্যবহৃত বাইকটি থানের একটি রেলস্টেশনের বাইরে পার্কিং লটে পার্ক করা হয়েছে।
অভিযুক্তরা নিশ্চয়ই এই বাইক নিতে আসবে বলে পুলিশের সন্দেহ ছিল। অভিযুক্তকে ধরার জন্য পুলিশের একটি দল বিতালওয়াড়ি এবং আম্বিভালিতে ৩ দিন ধরে ডেলিভারি বয়ের ছদ্মবেশে থাকে।
তিন দিন পর অভিযুক্তরা পার্ক করা বাইকটি নিতে আসে। পুলিশ আগেই বাইকের প্লাগ বের করে ফেলেছিল। তাই তারা আর পালাতে পারেনি। অভিযুক্তদের কাছ থেকে দুটি বাইক ও চেইন উদ্ধার করা হয়েছে। তবে ওই এলাকা থেকে যুবকদের গ্রেফতার করতে পুলিশকে বেগ পেতে হয়। কারণ মহিলারা পুলিশকে বাধা দিতে শুরু করেছিল।