ঘটনাটি ঘটেছে মুম্বইতে। শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই আগুনে কেউ হতাহত না হলেও দফতরে থাকা বহু নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত আড়াইটে নাগাদ এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। পরে আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
advertisement
আরও পড়ুন: ফের জঙ্গি নিশানায় কাশ্মীর? বাড়িতে ঢুকে গুলি সমাজকর্মীকে! উড়ল আরও এক লস্কর জঙ্গির বাড়ি
জানা গিয়েছে, মুম্বইতে ইডির এই দফতরেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত মেহুল চোকসি, নীরব মোদিদের মামলার তদন্ত চলছে।
মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনেই একটি ছ’তলা ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর। রাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলের কাছে ফোন যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। এরই মধ্যে নষ্ট হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি।