TRENDING:

Viral Auto Rickshaw Driver: এই চালকের অটোরিকশয় উঠলেই যাত্রীদের জন্য বিনামূল্যে থাকে ঠান্ডা জলের বোতল, বিস্কুট এবং সংবাদপত্র

Last Updated:

Viral Auto Rickshaw Driver: যাত্রীদের জন্য বিনামূল্যে জল, বিস্কুট এবং সংবাদপত্রের বন্দোবস্ত করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ছোট ছোট আচরণেই পৌঁছন যায় হৃদয়ের গভীরে৷ সম্প্রতি ইন্টারেনেটে ভাইরাল হয়েছে সেরকমই এক পদক্ষেপ৷ ট্যুইটারে ছড়িয়ে পড়েছে এক অটোচালকের মানবিক আচরণ৷ মুম্বইয়ের এক অটোচালক তাঁর যাত্রীদের জন্য বিনামূল্যে জল, বিস্কুট এবং সংবাদপত্রের বন্দোবস্ত করেছেন৷ ট্যুইটারে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে অটোরিকশয় চালকের আসনে পিছনে থরে থরে জলের বোতল, বিস্কুটের প্যাকেট, সংবাদপত্র সব সাজানো আছে৷ তাঁর এই পদক্ষেপকে বাহবা জানিয়েছেন ট্যুইটারেত্তিরা৷
advertisement

নন্দিনী আইয়ার নামে এক নেটিজেন ট্যুইটারে এই ছবিটি শেয়ার করেছেন৷ ক্যাপশনে লিখেছেন ‘‘আচরণ খুবই গুরুত্বপূর্ণ৷ মুম্বইয়ের অটোচালক বিনামূল্যে পানীয় জল দিচ্ছেন৷ এই দৃশ্য খুবই তৃপ্তিদায়ক৷ মানবিকতা ছড়িয়ে দিন’’ তাঁর পোস্টে লাইক এসেছে ২০০০-এর বেশি৷ ভিউজ ছাপিয়েছে ১ লক্ষ৷

আরও পড়ুন :  ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে

advertisement

তীব্র গরমে যাত্রীদের অসুবিধের কথা ভাবায় অটোচালককে সাধুবাদ জানিয়েছেন সকলে৷ এক নেটিজেন লিখেছেন এই গরমে যাত্রীদের যথাযোগ্য পরিষেবা দিচ্ছেন এই চালক৷ অন্য আর এক জন মানবতার মধ্যে আশার আলো খুঁজে পেয়েছেন৷ সাধারণ এই অটোচালককে মানবিকতার নিদর্শন বলে মন্তব্য করেছেন অনেকেই৷

আরও পড়ুন :  স্কুল ছাড়ার ১৬ বছর পর প্রিয় শিক্ষিকার প্রেমে হাবুডুবু প্রাক্তন ছাত্রী, এনগেজড হয়ে এখন তাঁরা লিভ ইন সম্পর্কে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে গ্রীষ্ম বিধ্বস্ত মুম্বইয়ে অটোচালকদের চমক মুখ নতুন নয়৷ গত বছর মুম্বইয়ের এক অটোচালক ভাইরাল হয়েছিলেন ইউরোপের ৪৪ টি দেশের নাম বলতে পেরে৷ পাশাপাশি পানামা পেপার বিতর্ক থেকে শুরু করে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের সব জেলাও ছিল তাঁর কণ্ঠস্থ৷ নোটবন্দি, টু জি দুর্নীতি নিয়েও ওয়াকিবহাল ছিলেন তিনি৷ এ বার সেই বিস্ময়-তালিকায় যোগ হল নতুন নিদর্শন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Auto Rickshaw Driver: এই চালকের অটোরিকশয় উঠলেই যাত্রীদের জন্য বিনামূল্যে থাকে ঠান্ডা জলের বোতল, বিস্কুট এবং সংবাদপত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল