TRENDING:

নিসর্গ নিয়ে সতর্ক মুম্বই বিমানবন্দর, ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ? দেখে নিন

Last Updated:

যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্প সবই এদিন খতিয়ে দেখা হয়েছে ৷ প্রবল ঝড়-বৃষ্টিতে বিমানবন্দরে জল যাতে না জমে যায়, তার ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমফানের পর এবার নিসর্গ ৷ দু’সপ্তাহ কাটতে না কাটতেই ফের আরও একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে দেশ ৷ পূর্ব উপকূলের পর এবার পশ্চিম উপকূল ৷ বুধবার দুপুরেই মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ৷ সাইক্লোন নিসর্গের মোকাবিলায় মহারাষ্ট্র এবং গুজরাত, দুই রাজ্যই নিজেদের মতো করে তৈরি। নেমেছে এনডিআরএফ। উপকূলরক্ষা বাহিনী ও নৌ-সেনাকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ও দমন-দিউয়ের মুখ্য প্রশাসকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে এদিন রাজ্য প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
advertisement

ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA) ৷ সাইক্লোন মোকাবিলার জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ লকডাউনে দীর্ঘদিন দেশে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ থাকার পর পুনরায় উড়ান পরিষেবা শুরু হয়েছে ৷ সঙ্গে কার্গো বিমান পরিষেবা তো রয়েছেই ৷ এই মুহূর্তে আন্তর্জাতিক উড়ান ভারতে বন্ধ থাকলেও মুম্বই বিমানবন্দরে বিদেশি কার্গো বিমানের সংখ্যা দেশের অন্যান্য বিমানবন্দরের তুলনায় অনেকাংশেই বেশি ৷ ইতিমধ্যেই ইন্ডিগো, বুধবার মুম্বইয়ের ১৭টি ফ্লাইট বাতিল করেছে ৷ আপাতত যা ঠিক আছে, তাতে আগামিকাল ৩ জুন মুম্বই বিমানবন্দর থেকে মাত্র ৩টি বিমান ওঠানামা করবে ইন্ডিগোর ৷ যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্প সবই এদিন খতিয়ে দেখা হয়েছে ৷ প্রবল ঝড়-বৃষ্টিতে বিমানবন্দরে জল যাতে না জমে যায়, তার ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷ বিমানবন্দরে অবশ্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা ২৪ ঘণ্টাই পাওয়া যাবে বলে জানানো হয়েছে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ৷ বিমানবন্দরে যে ছোট বা হালকা বিমানগুলি রাখা হয়েছে, সেগুলিকে নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কারণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলি ৷ আমফানে কলকাতা বিমানবন্দরে ভেঙে পড়েছিল বিমান রাখার হ্যাঙার ৷ নিসর্গ নিয়ে তাই আগেইভাগেই অনেক বেশি সতর্ক মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুম্বই শেষ ঘূর্ণিঝড় দেখেছিল ১৮৮২ সালে। এরপর থেকে সন্তানের মতই বাণিজ্যনগরীকে আগলে রেখেছে আরবসাগর। সাইক্লোন শক্তি দেখাতেই পারেনি ৷ আরব সাগরের বাতাস সাইক্লোনের মুখ ঘুরিয়ে দেয় ৷ ঘূর্ণিঝড় তৈরি হলে তা ওমান বা এডেন উপসাগরের দিকে ঘুরে যায় ৷ অনেক সময় গুজরাতের দিকেও চলে যায় ঘূর্ণিঝড় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নিসর্গ নিয়ে সতর্ক মুম্বই বিমানবন্দর, ঘূর্ণিঝড় মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল