advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় প্রথমেশ ভোকসের। পেটে মারাত্মক ব্যাথার পাশাপাশি শুরু হয় বমি। তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি প্রথমেশের বাড়ির লোকেরা তাঁকে স্থানীয় পুরসভার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় প্রথমেশকে। বাড়ি ফেরার পর পরের দিন অর্থাৎ ৫ মে ফের অসুস্থ বোধ করেন প্রথমেশ। পরিস্থিতি ঠিক নয় বুঝে পরিবারের সদস্যরা তাকে কেইএম হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর প্রথমেশকে ছেড়ে দেওয়া হলেও তাঁর অবস্থার ফের অবনতি হয় ৷ এবং হাসপাতালে পুনরায় ভর্তি করার পর শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা আর হয়নি। ৫ তারিখই মৃত্যু হয় প্রথমেশের ৷
বিষয়টির তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতা আনন্দ কামলে এবং আহমেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ এবং ২৭৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷