TRENDING:

Mukul Roy In Delhi: নিউজ এইট্টিন বাংলাকে কি বললেন মুকুল রায় ,তারপরেও যা পরিস্থিতি

Last Updated:

Mukul Roy In Delhi: বিজেপিতে যোগদানের দাবিও নস্যাৎ করে মুকুল রায় জানিয়েছেন তিনি বিজেপিতে আছেন। তবে মুকুল রায়ের দায় নিতে রাজি নয় কোনও দলই। বিজেপির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয় এবং তাদের এ ব্যাপারে কোনও আগ্রহ নেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি :  বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের আচমকা দিল্লি সফর এবং উদ্দেশ্য নিয়ে দিনভর জল্পনা। কী কারণে তাঁর দিল্লি সফর, সেটা জানা গেল না মঙ্গলবার সারাদিনেও। বিজেপিতে যোগদানের দাবি নস্যাৎ করে মুকুল রায় জানিয়েছেন তিনি বিজেপিতেই আছেন। তবে মুকুল রায়ের দায় নিতে রাজি নয় কোনও দলই। বিজেপির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয় এবং তাদের এ ব্যাপারে কোনও আগ্রহ নেই। অন্যদিকে তৃণমূলও জানিয়েছে তারা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয়।
নয়াদিল্লিতে মুকুল রায়
নয়াদিল্লিতে মুকুল রায়
advertisement

যদিও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় জানিয়েছেন. তাঁর বাবার স্মৃতিভ্রম হয়েছে। মুকুল রায়ের দিল্লি সফর নিয়ে বিজেপি মুখপাত্র শামিক ভট্টাচার্য বলেছেন, "তাঁর যদি এত শারীরিক অসুস্থতা থাকে এবং তিনি যদি মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখতে না পারেন তাহলে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল কেন? মুকুল রায় বিজেপিতে এলেন না গেলেন, তা নিয়ে আমাদের কোনও দুশ্চিন্তা নেই।"

advertisement

আরও দেখুন

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, " এমন একজনকে কোনও হোমে পাঠানো হচ্ছে না কেন? এই ধরণের মানুষ যে কোনও সময়ে বিপদের মুখোমুখি হতে পারেন। এমন একজনকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে রাখার কারণ কী?" অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলনে বলেন, " বাবার স্মৃতিভ্রম হয়েছে। নাতি নাতনির নাম বলতে পারেন না। যোগ বিয়োগ করতে পারেন না। নিজের জন্মতারিখ বলতে পারেন না। "

advertisement

আরও দেখুন

এইসব বিতর্কের মধ্যে মুকুল রায় বলেন, "আমি অপহৃত হইনি। আমি স্বেচ্ছায় দিল্লিতে এসেছি। বিজেপি নেতাদের সংস্পর্শে রয়েছি। কৈলাশ বিজায়বর্গীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে।" এদিকে, মুকুলকে খুঁজতে দিল্লি আসে বিধাননগর পুলিশের বিশেষ দল৷ এর পাশাপাশি মুকুল রায় ঘনিষ্ঠ সল্টলেকের বিজেপি নেতা পীযূষ কোনোডিয়াকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ গতকাল, মঙ্গলবার রাতেই হঠাৎ কলকাতা থেকে বিমানে দিল্লি যান মুকুল রায়৷ গতকাল রাতেই বিমানবন্দর এবং বীজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন শুভ্রাংশু রায়৷ সেই অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেয় বিধাননগর পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/দেশ/
Mukul Roy In Delhi: নিউজ এইট্টিন বাংলাকে কি বললেন মুকুল রায় ,তারপরেও যা পরিস্থিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল