যদিও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় জানিয়েছেন. তাঁর বাবার স্মৃতিভ্রম হয়েছে। মুকুল রায়ের দিল্লি সফর নিয়ে বিজেপি মুখপাত্র শামিক ভট্টাচার্য বলেছেন, "তাঁর যদি এত শারীরিক অসুস্থতা থাকে এবং তিনি যদি মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখতে না পারেন তাহলে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল কেন? মুকুল রায় বিজেপিতে এলেন না গেলেন, তা নিয়ে আমাদের কোনও দুশ্চিন্তা নেই।"
advertisement
আরও দেখুন
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, " এমন একজনকে কোনও হোমে পাঠানো হচ্ছে না কেন? এই ধরণের মানুষ যে কোনও সময়ে বিপদের মুখোমুখি হতে পারেন। এমন একজনকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে রাখার কারণ কী?" অন্যদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলনে বলেন, " বাবার স্মৃতিভ্রম হয়েছে। নাতি নাতনির নাম বলতে পারেন না। যোগ বিয়োগ করতে পারেন না। নিজের জন্মতারিখ বলতে পারেন না। "
আরও দেখুন
এইসব বিতর্কের মধ্যে মুকুল রায় বলেন, "আমি অপহৃত হইনি। আমি স্বেচ্ছায় দিল্লিতে এসেছি। বিজেপি নেতাদের সংস্পর্শে রয়েছি। কৈলাশ বিজায়বর্গীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে।" এদিকে, মুকুলকে খুঁজতে দিল্লি আসে বিধাননগর পুলিশের বিশেষ দল৷ এর পাশাপাশি মুকুল রায় ঘনিষ্ঠ সল্টলেকের বিজেপি নেতা পীযূষ কোনোডিয়াকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ গতকাল, মঙ্গলবার রাতেই হঠাৎ কলকাতা থেকে বিমানে দিল্লি যান মুকুল রায়৷ গতকাল রাতেই বিমানবন্দর এবং বীজপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন শুভ্রাংশু রায়৷ সেই অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেয় বিধাননগর পুলিশ ৷
RAJIB CHAKRABORTY