TRENDING:

Anant Ambani-Radhika Merchant: নাচে-গানে খুশির আবহ জামনগরে! 'প্যায়ার হুয়া ইকরার হুয়া'র তালে পা মেলালেন মুকেশ-নীতা

Last Updated:

পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবের  সন্ধ্যায় যেন আলাদা মাত্রা যোগ করল তাঁদের যুগলবন্দী। 'প্যায়ার হুয়া ইকরার হুয়া' গানে নাচলেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর, গুজরাত: ছোট ছেলে অনন্ত আম্বানি এবং হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে আনন্দঘন মুহূর্তে দেখা গেল হাস্যোজ্জ্বল মুকেশ আম্বানি ও নীতা আম্বানিকে। পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবের  সন্ধ্যায় যেন আলাদা মাত্রা যোগ করল তাঁদের যুগলবন্দী। ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’ গানে নাচলেন তাঁরা।
পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবের  সন্ধ্যায় যেন আলাদা মাত্রা যোগ করল তাঁদের যুগলবন্দী।
পুত্র অনন্ত এবং বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার প্রাক-বিবাহ উৎসবের  সন্ধ্যায় যেন আলাদা মাত্রা যোগ করল তাঁদের যুগলবন্দী।
advertisement

রাধিকা-অনন্তের এই প্রাক-বিবাহ উৎসবের আসরে বসেছে চাঁদের হাট। সেখানে যোগ দিয়েছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ড্য, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।

advertisement

আরও পড়ুন: জমে উঠেছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব! প্রথম সন্ধ্যায় পারদ চড়ালেন সইফ-করিনা

আরও পড়ুন: ধুমধাম করে শুরু অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসব! মাতিয়ে রাখল শিবানীর পারফরম্যান্স

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে ১ মার্চ থেকে৷ ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান নানা রকম চমক নজর কাড়ছে সকলের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant: নাচে-গানে খুশির আবহ জামনগরে! 'প্যায়ার হুয়া ইকরার হুয়া'র তালে পা মেলালেন মুকেশ-নীতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল