আদিয়াকে একটি ক্রিম রঙের পোশাকে দেখা গিয়েছে! মুকেশ আম্বানি সাদা ও লাল মিলিয়ে পোশাক পরেছেন। মুকেশ আম্বানির কোলে দুষ্টুমিতে মেতে আদিয়া! অন্যদিকে মুকেশ আম্বানি কন্যা ইশাকে ইশাকেও তার সন্তানদের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। দুই সন্তানের মা ইশাকে তার ছেলে কৃষ্ণ এবং মেয়ে আদিয়ার সঙ্গে পোজ দিতে দেখা গেছে। ইশাকে শ্যানেলের একটি কালো গাউন পরে দেখা গেছে। এই পোস্টটি সামনে আসতেই করণ জোহর এবং করিশ্মা কাপুর-সহ বহু মানুষ প্রশংসা করেছেন! করিশ্মা ও করণ এই ছবিতে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন! অনেকেই বলেছেন খুব আদুরে একটি মুহূর্ত!
advertisement
ইশা আম্বানি এবং আনন্দ পিরামল ২০২২ সালের নভেম্বরে তাদের যমজ সন্তানদের স্বাগত জানিয়েছিলেন। তারা গত নভেম্বরে যমজদের প্রথম জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন এবং বেশ কয়েকজন বলিউড তারকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে শাহরুখ খান, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, কারিশমা কাপুর এবং করণ জোহর।
অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে, ইশা সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এখানে জামনগরে আপনার উপস্থিত থাকার জন্য। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে সব কিছুকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছেন! আপানাদের সকলকে এভাবে পাশে পাওয়া আমাদের জন্যে সত্যিই খুব আনন্দের! সকলকে ধন্যবাদ!” মোট কথা জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান এখন জমজমাট!