অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-কে সতর্ক করে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় সহযোগিতা না করলে তার ফল ভুগতে হবে সংস্থার আধিকারিকদের ৷ প্রয়োজনে তাদের গ্রেফতার করাও হতে পারে বলে জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র ৷
আরও পড়ুন- আইআরসিটিসি শেয়ারে পরিবর্তন, অংশীদারি কমিয়ে নিল এই বড় সংস্থা, জানুন বিস্তারিত
advertisement
তিনি জানান, ‘‘ এটা অত্যন্ত গম্ভীর বিষয় যে গাঁজা বা মারিজুয়ানা পাচারে দেশের মধ্যে অ্যামাজনকে ব্যবহার করা হচ্ছে ৷ আমরা ওই সংস্থার আধিকারিকদের বিষয়টা জানিয়েছি ৷ কিন্তু এ ব্যাপারে কোনও সহযোগিতা তাঁরা করছেন না ৷ আগামী দিনেও সহযোগিতা না করলে আমরা ওদের গ্রেফতার করতে বাধ্য হব ৷ কারণ রাজ্যে এ ধরণের কাজকর্ম চলতে দেওয়া যাবে না ৷ আমরা ওদের অনুরোধ জানিয়েছি এই মামলায় সহযোগিতা করার জন্য ৷ তা না হলে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷ ’’
আরও পড়ুন-সুরক্ষিত বিনিয়োগ, মোটা রিটার্ন; এক নজরে দেখে নিন পোস্ট অফিসের কয়েকটি সেরা সেভিংস স্কিম
গত রবিবার (১৪ নভেম্বর) ভিন্ড (Bhind) জেলার একটি রাস্তার ধারের খাবারের দোকান থেকে ২০ কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ । এরপর, জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্তরা যা বলে, তাতে হতবাক হয়ে গিয়েছিল পুলিশ। তাদের বয়ান অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে মধ্যপ্রদেশে গাঁজা পাচার করতে অ্যামাজন ইন্ডিয়ার অ্যাপ ব্যবহার করা হয়েছিল।