TRENDING:

Amazon ৷ MP Government: মাদক পাচার মামলায় সহযোগিতা না করলে কড়া পদক্ষেপ, অ্যামাজনকে কড়া বার্তা মধ্য প্রদেশ সরকারের !

Last Updated:

MP Government warn Amazon: অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-কে সতর্ক করে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় সহযোগিতা না করলে তার ফল ভুগতে হবে সংস্থার আধিকারিকদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: ‘কাড়ি’ পাতার নাম করে চলছিল গাঁজার চোরাচালান ! দেশের বিভিন্ন প্রান্তে এই মাদক পাচার চলত অ্যামাজনের মাধ্যমে ৷ সম্প্রতি মধ্য প্রদেশে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে এমন চাঞ্চল্যকর তথ্যই জানতে পেরেছে পুলিশ ৷ আর তারপর থেকেই নড়েচড়ে বসেছে মধ্যপ্রদেশ সরকার ৷ ই-কমার্স সংস্থা অ্যামাজনের উদ্দেশে কড়া বার্তাও পাঠিয়েছে মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh government on Thursday warned of action against Amazon’s managing director and the chief executive officer)৷
Madhya Pradesh home minister Narottam Mishra
Madhya Pradesh home minister Narottam Mishra
advertisement

অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-কে সতর্ক করে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় সহযোগিতা না করলে তার ফল ভুগতে হবে সংস্থার আধিকারিকদের ৷ প্রয়োজনে তাদের গ্রেফতার করাও হতে পারে বলে জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র ৷

আরও পড়ুন- আইআরসিটিসি শেয়ারে পরিবর্তন, অংশীদারি কমিয়ে নিল এই বড় সংস্থা, জানুন বিস্তারিত

advertisement

তিনি জানান, ‘‘ এটা অত্যন্ত গম্ভীর বিষয় যে গাঁজা বা মারিজুয়ানা পাচারে দেশের মধ্যে অ্যামাজনকে ব্যবহার করা হচ্ছে ৷ আমরা ওই সংস্থার আধিকারিকদের বিষয়টা জানিয়েছি ৷ কিন্তু এ ব্যাপারে কোনও সহযোগিতা তাঁরা করছেন না ৷ আগামী দিনেও সহযোগিতা না করলে আমরা ওদের গ্রেফতার করতে বাধ্য হব ৷ কারণ রাজ্যে এ ধরণের কাজকর্ম চলতে দেওয়া যাবে না ৷ আমরা ওদের অনুরোধ জানিয়েছি এই মামলায় সহযোগিতা করার জন্য ৷ তা না হলে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷ ’’

advertisement

আরও পড়ুন-সুরক্ষিত বিনিয়োগ, মোটা রিটার্ন; এক নজরে দেখে নিন পোস্ট অফিসের কয়েকটি সেরা সেভিংস স্কিম

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গত রবিবার (১৪ নভেম্বর) ভিন্ড (Bhind) জেলার একটি রাস্তার ধারের খাবারের দোকান থেকে ২০ কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ । এরপর, জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্তরা যা বলে, তাতে হতবাক হয়ে গিয়েছিল পুলিশ। তাদের বয়ান অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে মধ্যপ্রদেশে গাঁজা পাচার করতে অ্যামাজন ইন্ডিয়ার অ্যাপ ব্যবহার করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Amazon ৷ MP Government: মাদক পাচার মামলায় সহযোগিতা না করলে কড়া পদক্ষেপ, অ্যামাজনকে কড়া বার্তা মধ্য প্রদেশ সরকারের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল