TRENDING:

Ram Mandir: রাম লালার মূর্তি দর্শনে গর্ভগৃহে হনুমান! প্রাণ প্রতিষ্ঠার পরই রাম মন্দিরে যা ঘটল...

Last Updated:

মঙ্গলবার বিকেলে এই ঘটনা যখন মন্দিরের নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে, তাঁরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: মাত্র দু দিন আগেই অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে৷ তার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাম মন্দিরে আগমন ঘটল হনুমানের৷ তাও আবার সরাসরি সেই হনুমান সরাসরি চলে গেল মন্দিরের গর্ভগৃহে৷ একেবারে রাম লালার উৎসব মূর্তির সামনে গিয়ে হাজির হল সেই হনুমান৷
অযোধ্যার রাম মন্দিরে রাম লালার মূর্তি৷ ছবি- পিটিআই
অযোধ্যার রাম মন্দিরে রাম লালার মূর্তি৷ ছবি- পিটিআই
advertisement

মঙ্গলবার বিকেলে এই ঘটনা যখন মন্দিরের নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে, তাঁরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন৷ হনুমান যদি কোনও ভাবে ধাক্কা দিয়ে মূর্তি ফেলে দেয়, সেই আশঙ্কায় ছুটে যান তাঁরা৷ কিন্তু হনুমানের কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে যান মন্দিরের রক্ষীরা৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক্স হ্যান্ডেলেই এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট নয়, জানিয়ে দিল আপ! বাংলার পর আরও এক রাজ্যে ধাক্কা

advertisement

সেখানে লেখা হয়েছে, ‘আজ রাম জন্মভূমি মন্দিরে এক সুন্দর ঘটনার বর্ণনা দেওয়া হল৷ আজ সন্ধ্যা ৫.৫০ মিনিটে একটি হনুমান মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করে গর্ভগৃহে প্রবেশ করে উৎসব মূর্তির কাছে পৌঁছে যায়৷ হনুমানটি উৎসব মূর্তিকে মাটিতে ফেলে দিতে পারে, এই আশঙ্কায় নিরাপত্তারক্ষীরা দ্রুত সেদিকে এগিয়ে যান৷ কিন্তু যেই মাত্র রক্ষীরা হনুমানটির দিকে এগিয়ে যান, সেটি শান্ত ভাবে গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের উত্তর দ্বারের দিকে এগিয়ে যায়৷ কিন্তু সেই গেট বন্ধ থাকায় ঘুরে গিয়ে সেটি দর্শনার্থীদের ভিড়ের মধ্যে দিয়েই কাউকে বিরক্ত না করে মন্দিরের পূর্ব দ্বার দিয়ে বেরিয়ে যায়৷ নিরাপত্তারক্ষীরা বলছেন, দেখে মনে হল স্বয়ং হনুমান এসে রাম লালার দর্শন করে গেলেন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

গত সোমবার রাম মন্দিরে রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গতকাল থেকে মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়৷ প্রথম দিনেই মন্দিরে রাম লালার দর্শন করেন ৫ লক্ষ মানুষ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir: রাম লালার মূর্তি দর্শনে গর্ভগৃহে হনুমান! প্রাণ প্রতিষ্ঠার পরই রাম মন্দিরে যা ঘটল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল