ঠিক এমনই এক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে । সোশ্যাল মিডিয়ায় এক জনৈক বিহারি মায়ের কাণ্ড দেখে হাসতে হাসতে পেটে খিল ধরছে নেটিজেনদের । কারণ পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Gucci-র একটি বেল্ট দেখে ওই মহিলা তাকে DPS (Delhi Public School)-এর বেল্টের সঙ্গে তুলনা করেছেন ।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা বেল্টটি হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন । তাঁর মেয়ে ওই বেল্টটি সম্প্রতি কিনে এনেছেন । যদিও মেয়ের মুখ দেখা যায়নি ভিডিওতে । তবে তাঁর গলার স্বর শোনা গিয়েছে । ওই মহিলা মেয়েকে জিজ্ঞাসা করলেন, বেল্টটির দাম কত । মেয়ে যখন মা’কে জানালেন যে, তিনি ৩৫ হাজার টাকা ব্যয় করে বেল্টটি কিনেছেন, তখন মায়ের মাথায় হাত । তিনি বললেন, ডিপিএস স্কুলের বেল্টের মতো দেখতে এই বেল্টে কী এমন আহামরি জিনিস রয়েছে যে তার এত দাম । এটা বাজারে ১৫০ টাকায় কিনতে পাওয়া যায় । মেয়ে যে লাগামছাড়া খরচ করেন, তা নিয়েও অভিযোগ তুলেছেন তিনি । তবে মেয়ের এই কাণ্ডকারখানা দেখে নিজেও হাসি সামলাতে পারেননি ওই মা । ভিডিওটি ছবি গুপ্ত নামের এক তরুণী নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন । তাই ইনস্টা অ্যাকাউন্টে মা অনিতা গুপ্তের এমনই আরও নানারকম মজার কাণ্ডকারখানার ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি ।