আগে মোহন ভাগবতকে ঘিরে থাকত ৫৫ জন সিআইএসএফ কমান্ডো। আর এবার ASL নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন মোহন ভাগবত। এখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান আধাসেনার বদলে মোহন ভাগবতের নিরাপত্তার দায়িত্ব পেল জাতীয় সুরক্ষা দল।
advertisement
হেলিকপ্টার যাত্রার সময়ও আকাশপথে তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে তারাই বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। বেশ কয়েকটি ইসলামিক ও অন্যান্য সংগঠন তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপরেই তড়িঘড়ি ভাগবতের নিরাপত্তা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। গোটা দেশের ২০০ জনকে বর্তমান সময়ে এই নিরাপত্তা দেওয়া হয়। সেই তালিকায় আরও একজনের নাম যুক্ত হল। তিনি হলেন মোহন ভাগবত।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 10:35 AM IST