রুপোলি দুনিয়ায় পা রাখতে না রাখতেই সাইন করেছিলেন ১০৭টি ছবিতে; কিন্তু কোথায় হারিয়ে গেলেন একসময়ের এই তারকা অভিনেতা?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Painful story of Tarzan actor: দুর্ধর্ষ ব্যক্তিত্ব এবং সুঠাম সুগঠিত চেহারার অধিকারী ছিলেন ওই অভিনেতা। সেই সঙ্গে তাঁর ছিল দুর্দান্ত অভিনয় দক্ষতাও। আর এই অভিনেতার নাম হল হেমন্ত বিরজে।
advertisement
দুর্ধর্ষ ব্যক্তিত্ব এবং সুঠাম সুগঠিত চেহারার অধিকারী ছিলেন ওই অভিনেতা। সেই সঙ্গে তাঁর ছিল দুর্দান্ত অভিনয় দক্ষতাও। আর এই অভিনেতার নাম হল হেমন্ত বিরজে। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অফ টারজান’ ছবির হাত ধরে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেছিলেন তিনি। প্রথম ছবিতেই তিনি যে খ্যাতি পেয়েছিলেন, সেটা পেতে অন্যদের হয়তো সারা জীবন লড়াই করতে হয়।
advertisement
অ্যাডভেঞ্চার অফ টারজান ছবিতে হেমন্ত অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তাঁর সুঠাম দেহসৌষ্ঠবের কারণেই। এমনকী সেই সময় তা খবরের শিরোনামেও চলে এসেছিল। আসলে এমন ব্যক্তিত্বের অধিকারী অভিনেতা সেই সময় হাতেগোনাই ছিল। ফলে স্বাভাবিক ভাবেই প্রথম ছবিতেই তারকা হয়ে উঠেছিলেন হেমন্ত। আর তাঁর অভিনয় দক্ষতা এবং চেহারা দেখে সেই সময় বেশ নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন বেশ কিছু অভিনেতাও। কিন্তু দারুণ চেহারার কারণেই বেশ কিছু ছবি হাতছাড়া হয়েছিল হেমন্তের।
advertisement
অভিনেতার ডেবিউ ছবি বিশাল হিট হয়েছিল। ফলে প্রথম ছবি করার পরেই ১টা কিংবা ২টো নয়, বরং ১০৭টি ছবি সাইন করেছিলেন। অথচ আচমকাই এমন কিছু ঘটে, যার জন্য একের পর এক ছবি হাতছাড়া হতে থাকে তাঁর। বলিউড ঠিকানা-র কাছে বিশেষ আলাপচারিতায় হেমন্ত জানিয়েছিলেন যে, সলমন খান তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বসে বডিবিল্ডিং সংক্রান্ত টিপস নিতেন।
advertisement
advertisement
